Home /News /kolkata /

প্রিন্সেপ ঘাটে স্পিডবোটে আগুন, গুরুতর জখম ২

প্রিন্সেপ ঘাটে স্পিডবোটে আগুন, গুরুতর জখম ২

প্রিন্সেপ ঘাটে স্পিডবোটে আগুন ৷ মঙ্গলবার সকালে দাঁড়িয়ে থাকা স্পিডবোটে আচমকা আগুন লেগে যায় ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: একদিকে সীমান্তে যুদ্ধের আবহ। জলপথকে মাধ্যম করেই বারবার জঙ্গি প্রবেশের ঘটনা ভারতে। তারমধ্যেই প্রিন্সেপ ঘাটে নৌ বাহিনীর স্পিডবোটে বিস্ফোরণ। দায় এড়াতে বোটটি বাইরে থেকে ভাড়া করা হয়েছিল বলে সাফাই নৌ বাহিনীর। উৎসবের মরশুমে এই বিস্ফোরণ বড়সড় প্রশ্ন তুলে দিল জলপথে বাড়তি সতর্কতার ক্ষেত্রে।   মুম্বই হামলার পরে শহর ও শহরতলিতে জলপথগুলিতে বিশেষ ভাবে বাড়ানো হয়েছিল নজরদারি। উরির ঘটনার পরেও সেই নজরদারি কয়েকগুণ বাড়ানো হয় সব শহরে। কিন্তু মঙ্গলবার সকালে প্রিন্সেপঘাটে দাঁড়িয়ে থাকা স্পিডবোডের বিস্ফোরণ সেই নজরদারি নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল। জলপথে বিশেষ নজরদারির জন্য দুটি স্পিডবোড আনা হয়েছিল। সেনার তরফে জানানো হয়েছে, বোটটি নৌসেনার নিজস্ব নয়, মুম্বইয়ের একটি সংস্থা থেকে ভাড়া নেওয়া হয় বোটটি। অন্তর্ঘাতের আশঙ্কা থেকেই জলপথে নজরদারি, তাহলে ভাড়া নেওয়া বোটের দায় কি এড়ানো সম্ভব -নজরদারির জন্য বাইরে থেকে যানবাহন ভাড়া নেওয়া হয় -রক্ষণাবেক্ষণের দায়িত্ব নৌ বা সেনার -নাশকতা এড়ানোর জন্য নৌ বা সেনাবাহিনীর তরফে উপস্থিত থাকেন কেউ -প্রিন্সেপ ঘাটের ঘটনাতেও একই নিয়ম প্রযোজ্য -স্পিডবোটে যে নজরদারি ছিল না, তা স্পষ্ট উৎসবের মরশুমে কলকাতা ও রাজ্য পুলিশের তরফেও জলপথে বিশেষ নজরদারি করা হয়। সেখানে এই বিস্ফোরণে জলপথ কিছুটা অরক্ষিত হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

  First published:

  Tags: Bengali News, ETV News Bangla, Princep Ghat, Speed Boat Catches Fire In Princep Ghat

  পরবর্তী খবর