বৃহস্পতিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ দিয়েই শুরু হয়ে যাচ্ছে ইডেনে টি২০ বিশ্বকাপের আসর ৷ প্রতিটি ম্যাচই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হওয়ায় দর্শকদের রাতে বাড়ি ফিরতে সমস্যা হতে পারে ৷ এর জন্য কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ বেশি রাত পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ৷
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এসপ্ল্যানেড থেকে দমদম ও এসপ্ল্যানেড থেকে কবি সুভাষের দিকে দু’টি করে স্পেশ্যাল ট্রেন চালানো হবে। ১০ মার্চ, ১৩ মার্চ, ১৭ মার্চ ও ৩ এপ্রিল এই ট্রেনগুলি চলবে।
একনজরে দেখে নেওয়া যাক এই বিশেষ ট্রেনগুলি কখন ছাড়া হবে---
দমদমগামী প্রথম স্পেশ্যাল ট্রেন : এসপ্ল্যানেড থেকে ছাড়বে রাত ১২টা ১৫ মিনিটে, দমদম পৌঁছবে রাত ১২টা ৩৪ মিনিটে