#কলকাতা: ফের বাইশ গজে সৌরভ-কুম্বলে। তবে এবারের ইডেনে একেবারে অন্য ভূমিকায়। একজন ভারতীয় দলের কোচ, অন্যজন সিএবি প্রেসিডেন্ট। তাতেও ইডেনে এসে মহারাজের সঙ্গেই অনেকটা সময় কাটালেন জাম্বো।
ইডেনের পিচ কেমন হবে। তা জানতেই সোজা বাইশ গজেই ছুটে গিয়েছিলেন কুম্বলে। কারণ, গত কয়েকদিন ধরেই ঢাকা রয়েছে গোটা মাঠ। এদিন কভার সরাতে দূর থেকে যা মনে হল, তাতে এখন বেশ অনেকটাই সবুজ ইডেনের পিচ। তাই দুই কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবং আশিস ভৌমিকের সঙ্গে বেশ খানিকক্ষণ আলোচনা করতে দেখা গেল ভারতীয় কোচকে। এই আলোচনার খানিক পরেই মাঠে ঢুকলেন সৌরভ। আর তাঁকে দেখেই এগিয়ে এলেন কুম্বলে।
বুধবারের ইডেনে এটাই ছবি। মিনিট খানেক আলোচনার পর ব্যক্তিগত ফোনের জন্য একটু দূরে চলে গেলেন সৌরভ। তারপর কিছুক্ষণ পরেই ফের জাম্বোর সঙ্গে গল্প। এবার দু’জনে হাজির হলেন পিচ দেখতে। ইঙ্গিত যা, তাতে পুরো খেলা হলে তৃতীয় দিন থেকে ভেলকি দেখাতে পারেন স্পিনাররা। এটাই পূর্বাভাস ইডেনের বাইশ গজ থেকে।
গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে কলকাতা। তাই মাঠের খানিকটা অংশ খুলে দেওয়া হয়েছিল ভারতের অনুশীলনের জন্য। বিজ্ঞাপনের শুটিং সেরে নেটে গুরুত্ব দিয়েই ব্যাটিং অনুশীলন করলেন অধিনায়ক বিরাট কোহলি। অপশনাল অনুশীলন, তাই অশ্বিন-সহ মাঠে আসেননি বেশ কয়েকজন ক্রিকেটার। আড়াই বছর পর দলে ফের গম্ভীরকে স্বাগত, দাবি কুম্বলের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anil Kumble, Eden Pitch, Eden Test, India new zealand match, Sourav Ganguly