#কলকাতা: ভবিষ্যতের কোচ সৌরভ ? মঙ্গলবার সেই ইঙ্গিত দিলেন স্বয়ং মহারাজ। পাশাপাশি ভারতীয় দলের কোচ বাছার আগে এই প্রথম সরাসরি স্বীকার করলেন ভারতীয় ক্রিকেটে গ্রেগ চ্যাপেলকে আনা তাঁর ভুল হয়েছিল।
বুধবার টেস্ট অভিষেকের বিশ বছর পূর্তি। তার আগে ফের স্মৃতির সরণিতে ডুব দিলেন ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আলিপুরের পাঁচতারা হোটেলে ভারতীয় ক্রিকেটের কোচ বাছার আগেই উসকে দিলেন ভারতীয় ক্রিকেটে বিতর্কিত গ্রেগ চ্যাপেলের অধ্যায়কে। হয়তো এই প্রথম প্রকাশ্যে স্বীকার করলেন, ওই সিদ্ধান্ত তাঁর ভুল ছিল। একইসঙ্গে আবার উসকে দিলেন আরও একটা জল্পনা। সেটা হল- কোচ হওয়ার জল্পনা।
চ্যাপেল স্মৃতি মাথায় নিয়েই এদিন কোচ নির্বাচনে বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৫-এ একটা ভুল করেছিলেন। সেই ভুল ১১ বছর পর আর করতে চান না তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণের হাতেই রয়েছে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ বেছে নেওয়ার দায়িত্ব। তার আগে সৌরভের মনে পড়ে গিয়েছে সেই ভয়ঙ্কর অতীত। যখন তাঁর সিদ্ধান্তই বুমেরাং হয়ে এসেছিল নিজের ক্রিকেট কেরিয়ারে। ধোনি-কোহলিদের সঙ্গে যাতে তেমনটা না হয় সেই দিকেই এখন কড়া নজর বিশেষ করে সৌরভের। ভারতীয় দলের নতুন হেড কোচ বাছাইয়ের সময় এদিন সাংবাদিক সম্মেলনে সৌরভ বলেন, ‘‘আশা করব এবার আমরা সঠিক সিদ্ধান্ত নেব। সঠিক মানুষকে বেছে নেব।’’
‘আ সেঞ্চুরি ইজ নট এনাফ’। ২০১৭ সালে এই নামেই প্রকাশিত হবে সৌরভের আত্মজীবনী। তার আগে কোচ হওয়া নিয়ে সৌরভের এই ইঙ্গিতে অন্য জল্পনা দেখছে ওয়াকিবহাল মহল। তাদের দাবি, জুলাইয়ে সিএবির বার্ষিক সভার আগে মহারাজের এই ইঙ্গিত বেশ গুরুত্বপূর্ণ। এদিনের সাংবাদিক সম্মেলনে সিএবি প্রেসিডেন্ট আরও বলেন, ‘‘বছর খানেক আগে আমি নিজেই ভেবেছিলাম যদি আমি এই দায়িত্ব নিতে পারি। এখন আমি নির্বাচক। এটাই জীবন। আমি ইন্টারভিউ দিইনি। আশা করি একদিন সেটা দিতে পারব।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI Advisory Committee, Cricket, Greg Chappell, Indian Team Coach Selection, Kolkata, Press Conference, Saurav Ganguly