কলকাতা লিগে সনিহীন মোহনবাগান

মোহনবাগানের সবচেয়ে বড় চিন্তা, সনির অনুপস্থিতি। গোটা বাগান জুড়ে যেন আক্ষেপের আবহ।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা:  কলকাতা লিগের উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে ৷ কিন্তু আগামী  ৪ তারিখ থেকেই আসল বল গড়াবে ময়দানে ৷ কারণ ওইদিন থেকেই বড় দলগুলি নামছে টুর্নামেন্টে ৷ মোহনবাগানের সবচেয়ে বড় চিন্তা, সনির অনুপস্থিতি। গোটা বাগান জুড়ে যেন আক্ষেপের আবহ। কারণ, গত দু’বছর এই হাইতিয়ান ফুটবলার নিঃসন্দেহে মোহনবাগানের প্রাণভ্রমরা।

    প্রথমে ফেডারেশন কাপ। তার ঠিক এক বছরের মাথায় আই লিগ। দেশের দুটি সেরা টুর্নামেন্ট এসেছে গঙ্গাপারের শতাব্দী প্রাচীন মোহনবাগান তাঁবুতে। সঞ্জয় সেনের দলের প্রায় সবাই নিজেদের সেরাটা দিয়েছেন। তার মধ্যে থেকেও একজনই যেন উজ্জ্বল বাগান জনতার মনে। তিনি সনি নর্ডি। আই লিগ জয়ের পর আপামর বাগান সমর্থকরা আশা করেছিলেন লিগেও বল পায়ে মাঠে নামবেন তিনি। কিন্তু অর্থই এখন অন্তরায় ১২৬ বছরের মোহনবাগানের কাছে। স্পনসর নেই। তাই ঘরের মাঠে বহুদিন পর লিগের ম্যাচে সনিকেও দেখতে পাবেন না সবুজ-মেরুন জনতা। গত ৬ বছর কলকাতা লিগ নেই। আশা একটাই, আই লিগে ঠিক ফিরে আসবেন সনি।

    First published:

    Tags: CFL, Kolkata League, Mohun Bagan, Sony Norde, মোহনবাগান, সনি নর্ডি