#কলকাতা: শনির সরোবরে অনিশ্চিত সনি। আজ পাঁচ ফুটবলারকে বাইরে রেখেই আইজল জয় করতে নামছে মোহনবাগান। কোচ সঞ্জয় সেনের দাবি, অনেক বড় ক্লাবেই ফুটবলারদের চোট থাকে, তারপরেও সেই দল জিতেই মাঠ ছাড়ে।
ডার্বির আগে পয়েন্ট তালিকায় পড়শি ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে তিন পয়েন্টে। প্রতিপক্ষ আইজলের সঙ্গে তাদের পয়েন্ট সমান। এই পরিস্থিতিতে পাঁচ ফুটবলারকে মাঠের বাইরে রেখে সরোবরে আইজল ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। চোটের তালিকায় রয়েছেন দুই বিদেশি সনি এবং এডু। এছাড়াও বলবন্ত, কেন লুইস এবং রাজু গায়কোয়াড়। এরপরেও অবশ্য তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাগান কোচ সঞ্জয় সেন।
প্রতিপক্ষের ফুটবলার নন, কোচ খালিদ জামিলের দিকেই নজর রাখবেন সঞ্জয় সেন। কারণ, মাঠের মধ্যেই কৌশল বদলাতে ওস্তাদ পাহাড়ের এই দল। এমনকী, আগের থেকে এখন অনেক পরিণত আইজল। স্বীকার করছেন সঞ্জয় সেন। এরপরেও ডার্বির আগে ইস্টবেঙ্গলকে ছুঁতে চান সঞ্জয়। চান শনিবার সরোবর থেকে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: I-League, Mohun Bagan, Sony Norde, আই লিগ, মোহনবাগান, সনি নর্ডি