#গ্যাংটক: দুই বান্ধবী ও অভিভাবককে সঙ্গে নিয়ে সিকিমে ঘুরতে গিয়েছিল কলকাতার এক নামী স্কুলের ছাত্রী ৷ কলকাতার লেকটাউনের বাসিন্দা ওই ছাত্রী ধর্ষণের অভিযোগ আনেন সিকিমের ট্যাক্সি ড্রাইভার প্রেম রাইয়ের বিরুদ্ধে ৷ তরুণীর অভিযোগ ফলের রসের সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে ধর্ষণ করে ট্যাক্সি চালক প্রেম রাই ৷
পুলিশকে দেওয়া জবাবনবন্দিতে অভিযোগকারিণী ও তাঁর দুই বান্ধবী জানান, গ্যাংটকের আশে-পাশে ঘোরার জন্য ট্যাক্সি ভাড়া করেন ওই তিন ছাত্রী ৷ বার বার বারন করা সত্ত্বেও, বেশি দূরে নিয়ে যায় গাড়িচালক প্রেম ৷ এমনকী, রাস্তায় দুই ছাত্রীকে নামিয়ে দিয়ে, অন্য একজনকে নিয়ে যায় মঙ্গন এলাকায় ৷ সেখানেই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ তিন ছাত্রীর বয়ানের ভিত্তিতেই রবিবার গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রেম রাইকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal News, ETV News Bangla, Kolkata, Rape, Sikkim