#কলকাতা: হাঁটুর চোট ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে দিল মহম্মদ শামিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে মোহালি টেস্টের পরেই শামির হাঁটুর চোট ফের অনুভূত হয় । সিরিজের মাঝপথেই তাই ফিরে এসেছিলেন কলকাতা। চেষ্টা করেছিলেন ময়দানে অনুশীলন শুরু করার। কিন্তু পরিস্থিতি যা তাতে বাংলাদেশ সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফের হচ্ছে না ভারতের এই পেসারের।
অন্যদিকে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পর এখন স্বভাবতই খুশি রবিচন্দ্রন অশ্বিন ৷ ‘বিশ্ব ক্রিকেটকে ধন্যবাদ....’ আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পর প্রতিক্রিয়া রবিচন্দ্রন অশ্বিনের। রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই ভারতীয় ক্রিকেটারের নাম। অশ্বিন জানিয়েছেন, এই পারফরম্যান্স আগামী মরশুমেও ধরে রাখার চেষ্টা করবেন। আট ম্যাচে ৪৮ উইকেট। ব্যাট হাতে ৩৩৮ রান রবিচন্দ্রন অশ্বিনের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mohammad Shami, ODI, T20 Series, মহম্মদ শামি