মমতার শপথে থাকবেন অমিতাভ-শাহরুখ

রেড রোডে জোর প্রস্তুতি ৷ মা-মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনতার মঞ্চ থেকেই শপথ নেবেন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে ৷ অতিথির তালিকাও বেশ বড় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে এযেন তারকার হাট ৷ সূত্রের খবর অনুযায়ী, মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খানও ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: রেড রোডে জোর প্রস্তুতি ৷ মা-মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনতার মঞ্চ থেকেই শপথ নেবেন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে ৷ অতিথির তালিকাও বেশ বড় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে এযেন তারকার হাট ৷ সূত্রের খবর অনুযায়ী, মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খানও ৷

    ২৭ তারিখ জনগণের মঞ্চে শপথ নেবেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর নেতৃত্বে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রেড রোডে।বহু ভিভিআইপি, দেশি-বিদেশি অভ্যাগত ও সাধারণ মানুষের উপস্থিতিতে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিধায়করা। কলকাতার জনপথে মুখ্যমন্ত্রীর শপথ এই প্রথমবার। শুক্রবার রেড রোডের খোলা মঞ্চে অনুষ্ঠান। রাজভবনের ঘেরাটোপের বাইরে এই অনুষ্ঠান ঘিরে থাকছে আঁটোসাঁটো নিরাপত্তা। থাকছে আপৎকালীন চিকিৎসার ব্যবস্থাও ৷

    জানা গিয়েছে, নিরাপত্তায় থাকছেন ১৪ জন ডিসি ৷ ড্রোনে নজরদারির সঙ্গে থাকছে সিসিটিভিও ৷ মোতায়েন করা হয়েছে প্রায় হাজার পুলিশকর্মী ৷ এছাড়াও থাকছে ৩টি ক্যুইক রেসপন্স টিম ও ৪টি ওয়াচ টাওয়ার ৷ রাখা হবে দমকলের ইঞ্জিনও ৷

    মমতার বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের দিন বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর ৷ এদিন শপথ গ্রহণের অনুষ্ঠানে থাকছে ২৫টি অ্যাম্বুল্যান্স ও ৩টি মেডিক্যাল ক্যাম্প ৷ ১টি কন্ট্রোল রুমও থাকছে বলে জানা গিয়েছে ৷

    সূত্রের খবর, শপথ অনুষ্ঠানে ভিভিআইপি অতিথির সংখ্যাই কয়েক হাজারের বেশি ৷ শপথ অনুষ্ঠানে থাকবেন লালুপ্রসাদ যাদব ৷ অতিথিদের বসার জন্য প্রায় ২০ হাজারেরও বেশি দর্শকাসনের ব্যবস্থা করা হয়েছে ৷ উপস্থিত সাধারণ মানুষ যাতে দূরে দাঁড়িয়েও সব প্রোগ্রাম দেখতে পারেন তাঁর জন্য বসানো হবে বেশ কয়েকটি জায়ান্ট স্ক্রিন ৷

    First published:

    Tags: Kolkata, Mamata Banerjee, Oath Ceremony, TMC, West Bengal Assembly Election 2016