#নয়াদিল্লি: খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে ৷ অগস্ট মাসের প্রথম তারিখ থেকেই বর্ধিত হারে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৷ সপ্তম বেতন কমিশনের নির্দেশকে বাস্তবায়িত করার বিজ্ঞপ্তি প্রকাশিত হল মঙ্গলবার ৷ এর ফলে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেসিক পে বাড়ল ২.৫৭ গুণ হারে ৷
গত ২৯ জুন সপ্তম পে কমিশনের সুপারিশে সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷ সেই সুপারিশ অনুযায়ী নতুন স্যালারি স্কেল লাগু হচ্ছে ১ জানুয়ারি ২০১৬ থেকেই ৷ আগামী ১লা অগস্ট থেকেই বর্ধিত বেতন হাতে পাবেন সরকারি কর্মচারিরা ৷
চলতি বছরের জানুয়ারি মাসে ক্যাবিনেট সেক্রেটারি পি কে সিনহার নেতৃত্বে সরকার একটি প্যানেল গঠন করে ৷ সপ্তম পে কমিশনের প্রস্তাব করা বিষয়গুলি বাস্তবায়ন ছিল এই প্যানেল গঠনের উদ্দেশ্য ৷ বিচারপতি এ কে মাথুরের নেতৃত্বাধীন সপ্তম বেতন কমিশনের প্রস্তাবের ফলে উপকৃত হবেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ১৪ লক্ষ নিরাপত্তাকর্মী ও ৫২ লক্ষ পেনশনগ্রাহক ।
সপ্তম বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী, চাকরির শুরুতেই একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন হবে ১৮ হাজার টাকা আর সর্বাধিক মাসিক বেতন হতে চলেছে আড়াই লক্ষ টাকা ৷
তবে এর জেরে সরকারের ঘাড়ে বাড়তি ১.০২ লাখ কোটি টাকার বোঝা চাপতে চলেছে ৷ যা দেশের মোট জিডিপি-র ০.৭ শতাংশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central Goverment Employee, Salary Hike, Seventh Pay Commission