#কলকাতা: ভোটের ২৪ ঘণ্টা আগে গুরুতর অভিযোগ উঠল বেলেঘাটার তৃণমূল প্রার্থী পরেশ পালের বিরুদ্ধে ৷ পরেশ পালের বিরুদ্ধে ভোটারদের টাকা বিলি করার অভিযোগ তুলে সরব হল বিরোধী দল সিপিএম ৷ বিরোধী দলের নেতাদের অভিযোগ, জয় নিশ্চিত করতে করতে পরেশ পাল টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন ৷ এই মর্মে সিপিএম নেতারা প্রবীণ এই তৃণমূল নেতার বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেছে ৷ নির্বাচন কমিশনেও দলের তরফ থেকে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে বাম নেতৃত্ব ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cpim, Left Front, Paresh paul, TMC, West Bengal Assembly Election, West Bengal Assembly Election 2016