#কলকাতা: ২৭ তারিখ জনগণের মঞ্চে শপথ নেবেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর নেতৃত্বে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রেড রোডে।
বহু ভিভিআইপি, দেশি-বিদেশি অভ্যাগত ও সাধারণ মানুষের উপস্থিতিতে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিধায়করা। কলকাতার জনপথে মুখ্যমন্ত্রীর শপথ এই প্রথমবার। শুক্রবার রেড রোডের খোলা মঞ্চে অনুষ্ঠান। রাজভবনের ঘেরাটোপের বাইরে এই অনুষ্ঠান ঘিরে থাকছে আঁটোসাঁটো নিরাপত্তা। থাকছে আপৎকালীন চিকিৎসার ব্যবস্থাও ৷
জানা গিয়েছে, নিরাপত্তায় থাকছেন ১৪ জন ডিসি ৷ ড্রোনে নজরদারির সঙ্গে থাকছে সিসিটিভিও ৷ মোতায়েন করা হয়েছে প্রায় হাজার পুলিশকর্মী ৷ এছাড়াও থাকছে ৩টি ক্যুইক রেসপন্স টিম ও ৪টি ওয়াচ টাওয়ার ৷ রাখা হবে দমকলের ইঞ্জিনও ৷
মমতার বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের দিন বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর ৷ এদিন শপথ গ্রহণের অনুষ্ঠানে থাকছে ২৫টি অ্যাম্বুল্যান্স ও ৩টি মেডিক্যাল ক্যাম্প ৷ ১টি কন্ট্রোল রুমও থাকছে বলে জানা গিয়েছে ৷
সূত্রের খবর, শপথ অনুষ্ঠানে ভিভিআইপি অতিথির সংখ্যাই কয়েক হাজারের বেশি ৷ শপথ অনুষ্ঠানে থাকবেন লালুপ্রসাদ যাদব ৷ অতিথিদের বসার জন্য প্রায় ২০ হাজারেরও বেশি দর্শকাসনের ব্যবস্থা করা হয়েছে ৷ উপস্থিত সাধারণ মানুষ যাতে দূরে দাঁড়িয়েও সব প্রোগ্রাম দেখতে পারেন তাঁর জন্য বসানো হবে বেশ কয়েকটি জায়ান্ট স্ক্রিন ৷
মমতার শপথ মঞ্চে থাকবেন দেশ-বিদেশের একঝাঁক অতিথি। যারা থাকবেন...
অখিলেশ যাদব, মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশনীতীশ কুমার, মুখ্যমন্ত্রী, বিহারঅরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী, দিল্লিলালুপ্রসাদ যাদব, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিহারফারুক আবদুল্লা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, জম্মু-কাশ্মীরঅরুণ জেটলি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীবেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রীসুরেশ প্রভু, রেলমন্ত্রীথাকবেন বিদেশি অতিথিরাও... শেরিং তোবগে, প্রধানমন্ত্রী, ভুটানআমির হোসেন আমু, শিল্পমন্ত্রী, বাংলাদেশনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Polls, Bengali News, Chief minister, ETV News Bangla, Mamata Banerjee, Oath Ceremony, West Bengal Assembly Election 2016, মমতার শপথে কড়া নিরাপত্তা