?>
corona virus btn
corona virus btn
Loading

বাস থেকে পড়ে যাওয়ার পর অটোর ধাক্কা, গুরুতর আহত স্কুল পড়ুয়া

বাস থেকে পড়ে যাওয়ার পর অটোর ধাক্কা, গুরুতর আহত স্কুল পড়ুয়া

সোমবার সকালে অটোর ধাক্কায় মারাত্মক আহত হল এক স্কুল ছাত্র ৷ অভিযোগ, বাস থেকে নামতে গিয়ে পড়ে যায় পঞ্চম শ্রেণীর এক ছাত্র ৷ সেসময় পিছন থেকে আসা এক অটো তাঁকে ধাক্কা মারে ৷

  • Share this:

#কলকাতা: সোমবার সকালে অটোর ধাক্কায় মারাত্মক আহত হল এক স্কুল ছাত্র ৷ অভিযোগ, বাস থেকে নামতে গিয়ে পড়ে যায় পঞ্চম শ্রেণীর এক ছাত্র ৷ সেসময় পিছন থেকে আসা এক অটো তাঁকে ধাক্কা মারে ৷

আহত স্কুলপড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স-এ ৷

আহত স্কুল পড়ুয়ার নাম মহম্মদ শোয়েব ৷ ইসলামিয়া বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এদিন সকালে স্কুলে যাওয়ার জন্য বাসে ওঠে ৷ প্রতিদিনের মতো নির্দিষ্ট স্টপেজ আসলে বাস থেকে নামতে যায় সে ৷ কিন্তু নামার সময় টাল সামলাতে না পেরে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যায় সে ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিজেকে সামলে ছোট ছেলেটি উঠে দাঁড়াতেই তীব্র গতিতে পিছন থেকে আসা একটি অটো তাঁকে সজোরে ধাক্কা মারে ৷ অটোর ধাক্কায় ছিটকে পড়ে শোয়েব ৷ সঙ্গে সঙ্গে নাক-কান দিয়ে রক্ত বেরতে শুরু করে ছেলেটির ৷ আশপাশ থেকে লোকজন ছেলেটিকে উদ্ধার করতে এগিয়ে আসার সুযোগে পালিয়ে যায় অটোচালক ৷ তবে কয়েকজন এলাকাবাসীর অভিযোগ, বাস থেকে নামার সময় বাসের কনডাক্টর ওই ছাত্রকে ধাক্কা মেরে নামিয়ে দেয়।

ইসলামিয়া হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র শোয়েবকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

আহত শোয়েবকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে, কিন্তু আঘাতের তীব্রতা দেখে তাঁকে পরে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে স্থানান্তরিত করা হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন, শোয়েবের কানে, নাকে ও মাথায় মারাত্মক চোট লেগেছে ৷

এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা ৷ পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজের কাছে অটোর দৌরাত্ম্যের অভিযোগ বহুদিন ধরে রয়েছে ৷ রং রুট, যেখানে সেখানে ট্রাফিক নিয়ম মেনে ঢুকে যাওয়ার অভিযোগ উঠেছে এলাকার অটোচালকদের নামে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিনও রংরুটে ঢুকে যাওয়ার জন্য বাস থেকে নামা পঞ্চম শ্রেণীর ওই স্কুলপড়ুয়াকে ধাক্কা মারে অটোটি ৷

তোপসিয়ার এই মোড়েই কিছুদিন আগে সিগনাল ভাঙা এক অটোকে আটকাতে গিয়ে অটোচালকের হাতে মার খেতে হয় তোপসিয়া ট্রাফিক গার্ডের এক সার্জেন্টকে।  স্থানীয়দের অভিযোগ, বেপোরয়া অটোর দৌরাত্ম্যে  এলাকায় প্রায় দিন দুর্ঘটনা ঘটে।

First published: July 18, 2016, 1:10 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर