#কলকাতা: রাজ্যে শূন্যপদে শিক্ষক নিয়োগে উদ্যোগী হল স্কুল শিক্ষা দফতর ৷ পুজোর আগেই বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগে তৎপর হয়েছে সরকার ৷ বিভিন্ন জটিলতায় আটকে রাজ্যে শিক্ষক নিয়োগ ৷ শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের বহু স্কুল ৷ এই সমস্যার মোকাবিলায় এবার স্কুল সার্ভিস কমিশনের আইনে সংশোধনের প্রস্তাব দিয়েছে স্কুল শিক্ষা দফতর ৷ সেই মতো নতুন অর্ডিন্যান্স আনছে সরকার ৷
বিষয়াভিজ্ঞ শিক্ষকের পদ শূন্য ৷ অন্য বিষয়ের শিক্ষক-শিক্ষিকাকে নিতে হচ্ছে একাধিক বিষয়ের ক্লাস ৷ ইতিহাস শিক্ষকের শূন্যতা পূরণ করতে ইতিহাস ক্লাস নিচ্ছেন বাংলার শিক্ষিকা ৷ কখনও কখনও অঙ্কের শিক্ষিকাকে ভূগোল পড়ানোর দায়িত্ব নিতে হচ্ছে ৷ রাজ্যের বেশিরভাগ স্কুলে চিত্রটা এমনই ৷ অবস্থা সামাল দিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আরও ৬ মাসের জন্য নতুন করে নিয়োগ করার ভাবনার কথাও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সঙ্কট তীব্র ৷ অবসরের বয়স এসে যাওয়ায় অবসর নিতে বাধ্য হচ্ছেন বহু শিক্ষক ৷ এমতাবস্থায় রাজ্যের স্কুলগুলির অবস্থা অত্যন্ত করুণ ৷ বিভিন্ন স্কুলে কয়েক হাজার শিক্ষক পদের শূন্যতা ভরাতে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ আইনে পরিবর্তন করতে চাইছে রাজ্য সরকার ৷ যত তাড়াতাড়ি সম্ভব নবম-দশম শ্রেণী ও একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য নয়া বিধিও তৈরি করেছে শিক্ষা দফতর ৷ স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সেই বিধি কার্যকর করার জন্য পুজোর আগেই অর্ডিন্যান্স আনবে রাজ্য সরকার ৷
সব কিছু ঠিক থাকলে মা দুর্গার আগমনের সঙ্গেই সঙ্গেই মিটবে শিক্ষক সঙ্কট ৷ একইসঙ্গে রাজ্যে শিক্ষক পদে আবেদনকারী প্রার্থীদের মুখেও ফুটবে হাসি ৷
অন্যদিকে, রাজ্যের আশা প্রাথমিকে শিক্ষক নিয়োগেও জট কাটবে খুব তাড়াতাড়ি ৷ মামলার জটিলতায় টেটের রেজাল্টের সঙ্গেই আটকে প্রাথমিকের নিয়োগ ৷ শুনানি শেষ হলেও বুধবার পর্যন্ত রায়দান স্থগিত রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান ৷
২০১৫-এ প্রাথমিক শিক্ষক পদে প্রশিক্ষণহীনদের নিয়োগে জন্য কেন্দ্রকে চিঠি দেয় রাজ্য। ছাড়পত্র দেয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। ২০১৬-র ৩১ মার্চের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলে কেন্দ্র। সময়সীমা পেরিয়ে গেলে প্রশিক্ষণহীনদের নিয়োগের বিরোধীতা করে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে।
২০১৫-এ টেট পরীক্ষায় উত্তীর্ণ ও প্রশিক্ষণপ্রাপ্তদের সবার আগে চাকরি দেবে সরকার। এরপর শূন্যপদ থাকলে প্রশিক্ষণহীনদের চাকরি দেওয়ার ব্যাপারে ভাবা হবে। নথি অনুযায়ী, এ পর্যন্ত ১৯ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী রয়েছেন। ৪০ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government School Teachers Appointment, School Education Department, School Service Commission, SSC, State School Education Department, Teacher Appointment, TET