#কলকাতা: ফের দুর্ঘটনা ‘মা’ উড়ালপুলে ৷ এবার দুর্ঘটনার কবলে পড়ল একটি বেসরকারী স্কুলের বাস ৷ ফ্লাইওভারের নীচে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লরেটো স্কুলের ওই বাসটি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে বাস চালকের ৷ আহত ১১ জন পড়ুয়াও ৷
৩১ জন পড়ুয়া বোঝাই স্কুলবাসটি সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল। তিলজলায় হিন্দু কবরস্থান মোড়ের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইটপোস্টে ধাক্কা মারে বাসটি। তারপরই ধাক্কা উড়ালপুলের পিলারে। এতটাই জোরালো ছিল সেই ধাক্কা যে পুরো ঘুরে যায় বাসটি। সবচেয়ে ক্ষতি হয় বাসের ডান দিকে চালকের দিকের অংশ। রক্তাক্ত অবস্থায় বাসচালক বিশ্বনাথ দে-কে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আহত ১১ জন পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত বাস-সহ বাকি সব বাসই বেসরকারি। তাঁদের নিজস্ব কোনও বাস নেই। এদিনের ঘটনা তাঁদের চিন্তা বাড়ালেও, এখনই নিজস্ব বাস চালুর পরিকল্পনা নেই স্কুলের। বলছেন লরেটো স্কুলের প্রিন্সিপ্যাল।
এর আগেও পরমা উড়ালপুলে অনেক দুর্ঘটনা ঘটেছে ৷ বেপোরোয়া গাড়ি চালানোই দুর্ঘটনার অধিকাংশ কারণ ৷ গত বছর ৯ অক্টোবর এই উড়ালপুল উদ্বোধনের পর থেকেই একাধিক ছোট-বড় দুর্ঘটনা লেগে রয়েছে এখানে ৷ এবার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল না স্কুল পড়ুয়ারাও ৷
সকাল সকাল এই দুর্ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে ৷ আহত পড়ুয়াদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে ৷ অন্যদিকে হাসপাতালে এখন চিকিৎসাধীন গাড়ির খালাসি ৷
পরমা উড়ালপুলের মাঝ বরাবর এবং বাইপাসের এক পাঁচতারা হোটেলের কাছে দুটি বিপজ্জনক বাঁক রয়েছে ৷ যার জন্য অনেক সময়েই দুর্ঘটনা ঘটে বলে মত বিশেষজ্ঞদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Flyover Accident, Kolkata, Kolkata Flyover, Ma Flyover, Parama Flyover, School bus, মা উড়ালপুল