#কলকাতা: লেবুতলা এবার লন্ডন। বিগ বেন। বাকিংহাম প্যালেস। মাদাম তুসোর মিউজিয়ম। শার্লক হোমসের বাড়ি। সন্তোষ মিত্র স্কোয়ার এবার লন্ডনময়। তবে চমকটা থিমে নয়, বরং দুর্গার ফ্যাশনে। ফ্যাশন ডিজানার অগ্নিমিত্রা পলের ডিজাইন করা ২০ কিলো ওজনের সোনা, হিরে খচিত শাড়িতে সেজে উঠছে লেবুতলা পার্কের দুর্গা।
লেবুতলা টু লন্ডন। পুজোর ক’দিন সন্তোষ মিত্র স্কোয়ার এবার হয়ে উঠবে লন্ডনের ওয়াকিং স্ট্রিট। ফুটপাথে নস্ট্যালজিক টেলিফোন বুথ। স্ট্রিট লাইট। রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই বাকিংহাম প্যালেস। আর ভেতরে রাজবেশে দুর্গা। সোনার শাড়িতে সোনার দুর্গা। ৮২তম বছরে এটাই সবচেয়ে বড় চমক সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটির ।
কুড়ি কিলো ওজনের সোনার এই শাড়ির আনুমানিক বাজারমূ্ল্য প্রায় ৬ কোটি টাকা। সোনার শাড়ি পড়া দুর্গা দেখে ফের লন্ডনের পথে বেরিয়ে পড়া। চোখের সামনে তখন মাদাম তুসোর মিউজিয়াম। বিগ বেন। চেলসি ক্লাব। অন্যরকম ফিল দিতে এখন কোমর বাঁধছেন উদ্যোক্তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2017, Golden Durga, Puja Theme, Santosh Mitra Square, সন্তোষ মিত্র স্কোয়ার