কলকাতা লিগে রেফারি পেটানোর অভিযোগ !

আর্মি একাদশ-এরিয়ান ম্যাচ ঘিরে উত্তাল বারাসত স্টেডিয়াম।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: আর্মি একাদশ-এরিয়ান ম্যাচ ঘিরে উত্তাল বারাসত স্টেডিয়াম। রেফারি পেটানোর অভিযোগ উঠল আর্মি কোচের বিরুদ্ধে। ম্যাচ কমিশনারের কড়া রিপোর্টের ভিত্তিতে বড় শাস্তির সম্ভাবনা।

    শেষপর্যন্ত রক্ত ঝরল কলকাতা লিগে। কলকাতা প্রিমিয়ার লিগে আর্মি একাদশ-এরিয়ান ম্যাচ ঘিরে উত্তাল বারাসত স্টেডিয়াম। গোলশূন্য ম্যাচের অন্তিম সময়ে এরিয়ান ফুটবলার বদল করতে গেলে ঘটনার সূত্রপাত। অভিযোগ, ভুল ডিসপ্লে বোর্ড দেখান চতুর্থ রেফারি উত্তম সরকার। বাড়তি সময় নষ্ট হয়। এরপরেই আর্মি কোচের রাগ গিয়ে পড়ে উত্তমের ওপর।

    আহত উত্তম সরকারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেফারিজ রিপোর্টেও গোটা ঘটনার উল্লেখ থাকছে। ইঙ্গিত, নির্বাসনের মতো কড়া শাস্তি হতে পারে আর্মি কোচের।

    এদিকে মোহনবাগানের শর্তে রাজি আইএফএ। আর তাতেই কাটতে চলেছে ডার্বি জট। মঙ্গলবারই মোহনবাগান শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আইএফএ সচিব উ‍ৎপল গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর আলোচনা ফলপ্রসূ। মোহন কর্তাদের বেশ কয়েকটি শর্তই মেনে নিয়েছেন আইএফএ সচিব। অন্যদিকে ২৭ অগাস্ট নিজেদের কার্যকরী সমিতির বৈঠক ডাকছেন বাগান কর্তারা। সেই বৈঠকেই ডার্বি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

    ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ স্থির করতে নড়েচড়ে বসেছে ফেডারেশনও ৷ এবার স্পেশ্যাল টাস্কফোর্স গড়া হচ্ছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে মঙ্গলবারই এএফসি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব কুশল দাস। আই লিগের সিইও সুনন্দ ধরও বৈঠকে উপস্থিত ছিলেন। ঠিক হয়েছে টাস্কফোর্সই রোডম্যাপ চূড়ান্ত করবে। শুধু তাই নয়। ২৭ সেপ্টেম্বর গোয়ায় আসতে পারেন স্বয়ং ফিফা সভাপতি। ফিফা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে টাস্ক ফোর্সের পক্ষ থেকে খসড়া প্রস্তাব জানানো হবে।

    First published:

    Tags: Army XI, CFL, Coach Beaten, Kolkata Football League, Referee