#কলকাতা: রেড রোড কাণ্ডে গ্রেফতার করা হল আরেক জন অভিযুক্ত শানুকে ৷ দিল্লি থেকে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার হাতে গ্রেফতার হল সাম্বিয়ার বন্ধু শানু ওরফে শাহনওয়াজ খান ৷ মোবাইল টাওয়ারের সূত্র ধরেই গ্রেফতার করা হয় তাকে ৷
রবিবার গভীর রাতেই দিল্লি থেকে গ্রেফতার হয় রেড রোড হিট অ্যান্ড রান মামলায় আরেক অভিযুক্ত শানু ৷ অভিযুক্ত শানু সাম্বিয়ার বন্ধু ৷ রেড রোড ঘটনার পর কলকাতা থেকে পালিয়ে প্রথমে রাঁচি ও পরে দিল্লিতে গা ঢাকা দেয় শানু ৷ প্রায় তিনদিন ধরে টানা তল্লাশির পর রবিবার রাতে পুলিশের হাতে ধরা পড়ে শানু ৷ রবিবারই মূল অভিযুক্ত সাম্বিয়া সোহরবকে কলকাতা থেকেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ ৷ সাম্বিয়ার বয়ান অনুযায়ী, রেড রোডে ঘটনার দিন সাম্বিয়ার সঙ্গেই গাড়িতে ছিলেন শানু ৷ পুলিশের অনুমান অনুযায়ী, ঘটনার দিন সাম্বিয়ার সঙ্গেই কলকাতা থেকে পালিয়ে যায় শানু ৷ সাম্বিয়া কলকাতা ফিরলেও, শানু দিল্লিতে চলে যান এক পরিচিত-র বাড়ি ৷ সেই বাড়ি থেকেই রবিবারে রাতে গ্রেফতার করা হয় শানুকে ৷ সোমবার তাঁকে দিল্লির আদালতে তোলা হবে। সেখানে তাঁর ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। মঙ্গলবার শানুকে কলকাতায় নিয়ে আসা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Airforce, Airforce Officer, Kolkata, Red Road, Red road Accident