#কলকাতা: রেড রোডকাণ্ডে যৌথ তদন্ত সম্ভব নয় বলে বায়ুসেনাকে জানাল কলকাতা পুলিশ ৷ এরই সঙ্গে সাক্ষ্য প্রমাণের তালিকা দেওয়া সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ ৷
বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়কে পিষে মারার ঘটনায় সমস্ত সাক্ষ্য-প্রমাণের তালিকা চেয়ে এবং যৌথ তদন্তের দাবি জানিয়ে চিঠি দিয়েছিল বায়ুসেনা কর্তৃপক্ষ ৷ সোমবার সেনা সূত্রে জানানো হয়, কলকাতা পুলিশ তাদের সব প্রস্তাবই খারিজ করে দিয়েছে ৷ তবে কলকাতা পুলিশের তরফে সেনাবাহিনীকে প্রস্তাব পাঠানো হয়েছে যে, যদি সেনা কোনও প্রতিনিধিকে নিযুক্ত করে তাহলে তাঁকে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে অবশ্যই জানানো হবে ৷ কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে সম্পূর্ণ সাক্ষ্য-প্রমাণ বায়ুসেনাকে দেওয়া সম্ভব না হলেও তারা একটি আংশিক তালিকা পাঠাবে ৷ অন্যদিকে, লালবাজার সূত্রে খবর, রেড রোডকাণ্ডে ধৃত সাম্বিয়া, সানু, জনির টিআই প্যারেড করানো আগামী ৪ ফেব্রুয়ারি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Airforce, Joint Investigation, Kolkata Police, Red road Accident, Red Road Hit And Run Case