#কলকাতা: নোট বাতিলের পর দীর্ঘদিন আড়ালে ছিলেন। বুধবার শহরে এলেন RBI গভর্নর উরজিত পটেল ৷ শহরে এলেও আড়ালেই থাকলেন আরবিআই গভর্নর উর্জিত পটেল। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের বৈঠক দেবেন RBI গভর্নর ৷ ২১ সদস্যের বৈঠক হওয়ার কথা কলকাতায় ৷ সকাল ১০ টা থেকে শুরু হবে বৈঠক ৷ উরজিতের সঙ্গে সাক্ষাতের কথা রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের ৷ উপস্থিত থাকতে পারেন রাজ্যের স্বরাষ্ট্রসচিবও ৷ গতকাল রাতে বিমানবন্দর থেকে কার্যত লুকিয়ে বের করা হল আরবিআই গভর্নরকে। ভিআইপি গেটের বদলে যাত্রীদের প্রবেশপথ দিয়ে বের করে গাড়িতে উঠিয়ে দেওয়া হয় উর্জিত পটেলকে। আরবিআই সেন্ট্রাল বোর্ডের বৈঠক। নজিরবিহীনভাবে বৈঠকের আলোচ্যসূচীও প্রকাশ করেনি আরবিআই। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনও সম্ভবত আসবেন না আরবিআই গভর্নর। আরবিআই গভর্নরের জন্য বিমানবন্দরে গাড়ি পাঠিয়েছিল রাজ্য। সঙ্গে নিরাপত্তারক্ষী। উর্জিত না নেওয়ায় সবই ফেরত যায়। বাইপাসের ধারে পাঁচতারা হোটেলেও উর্জিতের নিরাপত্তার দায়িত্বে আরবিআই। নোট বাতিল নিয়ে প্রশ্ন এড়াতেই কি এত কিছু? সেন্ট্রাল বোর্ডের বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসার কথা আরবিআই গভর্নরের। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেও আগ্রহ দেখিয়েছিলেন উর্জিত। নবান্ন সূত্রে খবর, নোট বাতিলের পর দেশ ও রাজ্যে পরিস্থিতি সামাল দিতে আরবিআইয়ের পরিকল্পনা জানতে চান মুখ্যমন্ত্রী। তাই মুখ্যসচিবের পর মমতা-উর্জিত বৈঠকের সম্ভাবনা প্রবল। তবে নোট বিক্ষোভের আঁচ একেবারে এড়াতে পারবেন না আরবিআই গভর্নর। সেন্ট্রাল বোর্ডের বৈঠক চলার সময় আরবিআইয়ের সামনে বিক্ষোভ দেখাবে তৃণমূল। মিছিল করবেন মন্ত্রী-বিধায়করা ৷ রিজার্ভ ব্যাঙ্কের সামনে ধরনা দেবে তৃণমূল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Demonetisation, ETV News Bangla, RBI Governor, RBI Governor In Kolkata, Reserve Bank of India, TMC, TMC To Held Protest Rally On Demonetisation, Urijit Patel