#কলকাতা: ধোপদুরস্ত পাঞ্জাবি আর ধুতির কোঁচা বাগিয়ে হাতে মিষ্টির হাঁড়ি ঝুলিয়ে জামাই চলল শ্বশুরবাড়ি ৷ সেই বাবু জামাইয়ের দিন এখন গিয়েছে ৷ এখনকার পেটরোগা, কর্মব্যস্ত জামাইদের অতো সময় নেই ৷ তা বলে তো জামাই পুজো তো বন্ধ করে দেওয়া যায় না ৷ কর্পোরেট চাকুরে থেকে ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার, গম্ভীর হোক বা মিশুকে- জামাই হলেই হল ৷ আজকের দিনে সেই রাজা ৷
বাঙালির বারোমাসে ১৩ পার্বণের এক পার্বণ, এই জামাই ষষ্ঠী ৷ জামাই পুজোর ঠেলায় আজ শ্বশুর মশাইদের হাল করুণ ৷ জিনিসপত্রের আকাশ ছোঁওয়া আগুন দামে পকেট একেবারে গড়ের মাঠ ৷ সবজি থেকে মাছ, ফল থেকে মিষ্টি জামাই ষষ্ঠী উপলক্ষে সবেরই দাম রকেট গতিতে উর্ধ্বগামী ৷
কথায় বলে, শাশুড়ির কাছে জামাই পেটের ছেলের থেকেও প্রিয় আর কোলের মেয়ের থেকেও এক কাঠি কাছের ৷ এমনদিনে তার জন্য তো আর এলেবেলে ব্যবস্থা চলবে না ৷ তাই গিন্নির হুকুম মতো জামাইয়ের জন্য ইলিশ মাছ আনতে গিয়ে শ্বশুরমশাইয়ের হাতে ফোস্কা পড়ার উপক্রম ৷ রোজকার পাতে থাকা পোনা মাছের দামই যেখানে এক লাফে তিনগুণ, সেখানে জলের রূপোলি শস্য দাম রূপোকেও লজ্জা দিচ্ছে ৷
মাছের বাজার: (স্থানভেদে দামের হেরফের হতে পারে)১.ইলিশ মাছ কেজি প্রতি- দাম ১০০০ থেকে ২০০০ টাকা
২.পাবদা ৪০০ টাকা থেকে বেড়ে এখন ৫০০ টাকা কেজি৩. তোপসে ৪৫০ টাকা থেকে বেড়ে এখন ৬০০ টাকা কেজি৪.পমফ্রেট ৫০০ টাকা থেকে বেড়ে এখন ৭০০ টাকা কেজি৫. ভেটকি ৪০০ টাকা থেকে বেড়ে এখন ৬০০ টাকা কেজি৬.চিংড়ি (বাগদা) ৬০০-৭০০ টাকা থেকে বেড়ে এখন ৮০০-৯০০ টাকা কেজি৭.চিংড়ি (গলদা) ৫০০-৬০০ টাকা থেকে বেড়ে এখন ৬০০-৭০০ টাকা কেজিসবজির বাজার:১.পেঁয়াজ - ১৫-১৬ টাকা থেকে বেড়ে এখন ২০-২৫ টাকা কেজি২.ক্যাপসিকাম - ৬০-৮০ টাকা থেকে বেড়ে এখন ১০০-১২০ টাকা কেজি৩.টমেটো - ৪০-৫০ টাকা থেকে বেড়ে এখন ৭০-৮০ টাকা কেজি৪.বিনস - ৬০-৭০ টাকা থেকে বেড়ে ১০০-১২০ টাকা কেজি৫.সজনে ডাটা - ৭০-৮০ থেকে বেড়ে ১২০-১৫০ টাকা কেজি৬.এঁচোড় - ৪০-৫০ টাকা থেকে ৬০-৮০ টাকা কেজি
ফলের বাজার:১.আম ৫০-৬০ টাকা থেকে বেড়ে এখন ৭০-৯০টাকা কেজি২.লিচু - ৬০-৭০ টাকা থেকে বেড়ে এখন ৮০-১২০ টাকা কেজি৩.আঙুর - ১৫০-২০০ টাকা থেকে বেড়ে এখন ২৫০-৩০০ টাকা কেজি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: High Price, Jamai Sashti, Jamai Sashti Market, Kolkata