#কলকাতা: মরশুম শেষ। কলকাতা ছাড়ছেন র্যান্টি। তার আগে অবশ্য ইস্টবেঙ্গল ছাড়লেন এই নাইজেরিয় গোলমেশিন। আই লিগে ২০১৫-১৬ সালে ১৭টি গোল আর ২০১৫-১৬ সালে ১২টি গোল করে গোল্ডেন বুট যাঁর দখলে, তাঁকেই রাখার যোগ্য মনে করেননি ইস্টবেঙ্গল কর্তারা। র্যান্টি মার্টিন্স নিজে খেলার ব্যাপারে ইচ্ছুক ছিলেন ইস্টবেঙ্গলে ৷ কিন্তু কর্তাদের অজুহাত শোনার পর ক্ষোভে, রাগে, অভিমানী এই নাইজেরীয়। কর্তারা জানিয়েছেন, কোচের তালিকা অনুযায়ী তৈরি হচ্ছে দল। লাল-হলুদ জার্সিতে দু’বারের সর্বোচ্চ গোলদাতা হয়েও এমনটা অন্তত প্রত্যাশা করেননি র্যান্টি মার্টিন্স।তিনি তাঁর সিদ্ধান্তেই অটুট। সমস্ত সম্পর্ক ইস্টবেঙ্গলের সঙ্গে ছিন্ন করে শুক্রবারই দেশে ফিরে যাচ্ছেন। মোহনবাগানের ডাকে ফের কলকাতায় ফিরতে পারেন কিনা, তা অবশ্য ধোঁয়াশাই রাখলেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal, Kolkata Football, Ranti Martins