পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে অসমে AKRASU-এর রেল অবরোধ

পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে সোমবার সকাল থেকেই অসমে AKRASU-এর রেল অবরোধ ৷

  • Last Updated :
  • Share this:

    #শিলিগুড়ি: পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে সোমবার সকাল থেকেই অসমে AKRASU-এর রেল অবরোধ ৷ এদিন বিকেল ৫টা পর্যন্ত চলবে রেল অবরোধ ৷ এর জেরে অসম-বাংলা রেল যোগাযোগ বিচ্ছিন্ন ৷ রেল অবরোধের জেরে অসমমুখী ও অসম থেকে অন্যান্য রাজ্যে যাওয়ার একাধিক ট্রেন আটকে পড়েছে বিভিন্ন স্টেশনে ৷

    NJP-তে আটকে আপ কামরূপ এক্সপ্রেসডালখোলায় দাঁড়িয়ে আপ গরিবরথতিনমাইলে দাঁড়িয়ে যশবন্তপুর-কামাখ্যা এক্সপ্রেসআলুয়াবাড়িতে আটকে আপ ব্রহ্মপুত্র মেল

    ডাউন গুয়াহাটি-ইন্দৌর স্পেশাল আটকেঅবরোধে আটকে নিউ বঙ্গাইগাঁও স্টেশনেআপ রাজধানী আটকে কাটিহার স্টেশনেনিউ বঙ্গাইগাঁওতে আটকে ডাউন রাজধানী এক্সপ্রেসডাউন বেঙ্গালুরু এক্সপ্রেসও আটকে নিউ বঙ্গাইগাঁওতেবারপেটা স্টেশনে আটকে ডাউন কামরূপ এক্সপ্রেসগোয়ালপাড়া টাউন স্টেশনে আটকে ডাউন গয়া এক্সপ্রেসনলবাড়ি স্টেশনে আটকে ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসরঙ্গিয়া স্টেশনে আটকে ডাউন ওখা এক্সপ্রেসফালকাটা স্টেশনে আটকে ডাউন ব্রহ্মপুত্র মেলনিউ কোচবিহার স্টেশনে দাঁড়িয়ে আপ অমরনাথ এক্সপ্রেসআপ গুয়াহাটি এক্সপ্রেসও দাঁড়িয়ে ওই স্টেশনেইওই স্টেশনে আটকে আপ লোকমান্য তিলক এক্সপ্রেসওআলিপুরদুয়ার জংশনে আটকে আপ ক্যাপিটাল এক্সপ্রেসআরও ১টি আপ রাজধানী এক্সপ্রেসও আটকেঅবরোধে আটকে রয়েছে কাটিহার ডিভিশনে

    এছাড়াও বিভিন্ন স্টেশনে আটকে আছে বহু লোকাল ট্রেন। সোমবার বিকেল ৫টা অবধি চলবে এই রেল অবরোধ ৷ এই অবরোধের জেরে উত্তরবঙ্গ, অসম, বিহারের একটা অংশের রেল পরিষেবা বিপর্যস্ত হয়েছে ৷ বেশ কিছু ট্রেন আগাম বাতিলও হতে পারে বলে খবর রয়েছে রেল সূত্রে ৷

    First published:

    Tags: AKRASU, Assam, Bengali News, Rail Blocked