বিমানবন্দরে পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা, বিক্ষোভ দেখালেন গাড়িচালকরা

অফিস টাইমে বিমানবন্দর থেকে পণ্য পরিবহণে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গাড়ি চালকরা।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: অফিস টাইমে বিমানবন্দর থেকে পণ্য পরিবহণে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গাড়ি চালকরা। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করেছে বিধাননগর কমিশনারেট। তার প্রতিবাদেই শনিবার সকালে বিমানবন্দরের কার্গো গেটের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেন গাড়ি চালকরা।

    vlcsnap-2016-09-03-17h30m55s898

    পুলিশের দাবি, বিমানবন্দরের পণ্য পরিবহণের জেরে ভিআইপি রোড, যশোর রোড ও নিউটাউনের রাস্তায় যানজট তৈরি হচ্ছে। তাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    vlcsnap-2016-09-03-17h31m44s554

    গাড়ি চালকদের অভিযোগ, নো এন্ট্রি হওয়ায় পুলিশ নানা সময়েই জরিমানা করছে। গভীর রাতে পণ্য পরিবহণেও নানা সমস্যা হচ্ছে। এছাড়া বিমানবন্দরের আবর্জনা পরিষ্কারেও সমস্যা হচ্ছে। জট খুলতে বিধাননগর কমিশনারেট ও নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার সঙ্গে আলোচনা চালাচ্ছে কার্গো কর্তৃপক্ষ।

    First published:

    Tags: Bangla Khobor, Bengali News, Cargo, Dumdum Airport, ETV News Bangla, Protest, Protest Infront Of Cargo Gate