#কলকাতা: সেই মাহেন্দ্রক্ষণের আসতে আর কিছু মুহূর্ত বাকি ৷ ঐতিহাসিক মহা শপথ অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত রেড রোড। বেলা পৌনে একটায় রেড রোডের খোলা মঞ্চে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । কিন্তু শুক্রবার সকাল থেকেই তিলোত্তমার মেঘলা আকাশ দেখে শঙ্কিত সমর্থক থেকে উৎসাহী মানুষরা ৷ উদ্যোক্তারা আশ্বস্ত করে জানিয়েছেন, বৃষ্টি হলেও তা কোনও ভাবেই প্রভাব ফেলতে পারবে না মূল অনুষ্ঠানে ৷
সব আয়োজনের খুঁটিনাটি খতিয়ে দেখছেন প্রশাসনিক কর্তারা। খোলা চত্বরে অনুষ্ঠান হওয়ায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। ডগ স্কোয়াড নিয়ে এদিন সকালেও পুলিশকর্মীরা গোটা এলাকা ঘুরে দেখেন। বৃহস্পতিবার নিরাপত্তার বন্দোবস্ত খতিয়ে দেখেন ডিসি সাউথ মুরলীধর শর্মা। সভাস্থলে আসেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও এলাকা পরিদর্শন করেন।
বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালকে মন্ত্রীদের তালিকা জমা দেওয়ার পর সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘কোনও কার্ড ছাড়াই শপথ অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন সকলে ৷ প্রায় ২০ হাজার আসনের ব্যবস্থা রয়েছে ৷ আগে এলে আগে বসতে পারবেন ৷ এই শপথ অনুষ্ঠান আমজনতার জন্যও ৷ তাই রেড রোডে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ ’’
প্রিয় নেত্রীকে অভিনন্দন জানাতে কলকাতায় উপস্থিত বহু অনুগামী এবং উৎসাহী সাধারণ মানুষ ৷ প্রিয় ‘দিদি’-কে আনন্দ দিতে বিভিন্ন রাজ্যের লোকশিল্পীদের সকাল থেকেই পৌঁছে গিয়েছে রেড রোডে ৷ চলছে বাউল গান, ছৌ ও সাঁওতাল নাচ ৷
পুলিশ সূত্রে খবর, পুলিশি নিরাপত্তা থাকবে ত্রিস্তরীয়। ২০০০ পুলিশ মোতায়েন থাকবে রেড রোডে। বৃহস্পতিবার দুপুরের আগেই প্রধান মঞ্চের কাঠামো তৈরির কাজ শেষ হয়ে যায়। শেষ হয় মঞ্চ সাজানোর কাজও। এই মঞ্চের দুপাশে থাকবে আরও দুটি মঞ্চ। মঞ্চের সামনে সাংসদ বিধায়কদের বসার জায়গা। তার পিছনে সাধারণ মানুষের জন্য চেয়ার পাতা থাকবে। এছাড়াও দু’পাশের ছাউনিতে জনতারই বসার জায়গা। বিশিষ্ট অতিথিরা ইস্টার্ন কমান্ডের দিক থেকে সভাস্থলে ঢুকবেন। মূল মঞ্চের পিছনে একটি তাঁবু খাটানো হয়েছে। শপথ অনুষ্ঠানের পর সেখানে বিশ্রাম ও খাওয়াদাওয়ার আয়োজন থাকবে অতিথিদের জন্য।
নিরাপত্তায় থাকছেন ১৪ জন ডিসি ৷ ড্রোনে নজরদারির সঙ্গে থাকছে সিসিটিভিও ৷ মোতায়েন করা হয়েছে প্রায় হাজার পুলিশকর্মী ৷ এছাড়াও থাকছে ৩টি ক্যুইক রেসপন্স টিম ও ৪টি ওয়াচ টাওয়ার ৷ রাখা হবে দমকলের ইঞ্জিনও ৷
মমতার বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের দিন বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর ৷ এদিন শপথ গ্রহণের অনুষ্ঠানে থাকছে ২৫টি অ্যাম্বুল্যান্স ও ৩টি মেডিক্যাল ক্যাম্প ৷ ১টি কন্ট্রোল রুমও থাকছে বলে জানা গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Mamata Banerjee, Mamata Banerjee Oath, Oath Ceremony, Oath Ceremony Preparation, Red Road Preparation, West Bengal Assembly Election 2016