#কলকাতা: পোস্তা উড়ালপুল জামিন মামলায় দুই বিচারপতির মতবিরোধ। জামিন খারিজের নির্দেশে সই করতে গিয়ে আচমকাই মত বদল করেন বিচারপতি সি এস কারনান।
২০ মে ভরা আদালতে বিচারপতি সি এস কারনান এবং বিচারপতি অসীম কুমার রায় কেস ডায়েরি দেখে জামিন নাকচ করেন। মূলত পোস্তা উড়ালপুলের নির্মাণ সামগ্রীর ল্যাব রিপোর্ট দেখে জামিন নাকচ করেন তাঁরা।
রীতি অনুযায়ী ভরা আদালতে ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত কার্যকরী হয়। তা সত্ত্বেও জামিন মামলায় মতভেদ প্রকাশে প্রচণ্ড রুষ্ট হন বিচারপতি অসীম কুমার রায়।
মঙ্গলবার ডিভিশন বেঞ্চ শুরু হতেই বিষয়টি ভরা আদালতে নিয়ে আসেন বিচারপতি অসীম কুমার রায়। মামলার দু’পক্ষের আইনজীবী ও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠান তিনি।
নিজের অসন্তোষের কথা জানান বিচারপতি রায়। এরপরই এজলাসের মধ্যে দুই বিচারপতির মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। দুপুর পৌনে বারোটা থেকে এজলাস বন্ধ। কোনও জামিন মামলার শুনানি হয়নি।
আইনজীবী সংগঠনের নেতারা বিচারপতিদের চেম্বারে গিয়ে দেখা করেন। দুপুর সোয়া একটা থেকে আইনজীবী সংগঠন বৈঠকে বসে।
সাম্প্রতিক সময়ে তিনটি জামিন মামলায় মতভেদ প্রকাশ করেন বিচারপতি সি এস কারনান।
উড়ালপুল মামলা ছাড়াও রেড রোডকাণ্ডে সাম্বিয়া সোহরাবের জামিন নিয়েও মতভেদ প্রকাশ করেন তিনি। বিষয়টি ইতিমধ্যেই প্রধান বিচারপতির সচিবালয়ে জানানো হয়েছে।
বিচারপতি অসীম কুমার রায়ও পুরো ঘটনা প্রধান বিচারপতিকে জানান। সম্প্রতি চেন্নাই হাইকোর্ট থেকে কলকাতায় আসেন বিচারপতি সিএস কারনান। নিজের বদলির সিদ্ধান্তে নিজেই স্থগিতাদেশ দিয়ে দেশজোড়া বিতর্কের মুখে পড়েন বিচারপতি সিএস কারনান। রাজ্য বার কাউন্সিল বিচারপতি কারনানকে কলকাতা হাইকোর্টে না পাঠানোর জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Flyover Collapse, Posta Flyover, Posta Flyover Case