কলকাতায় প্রথম ‘পোষ্য-বান্ধব’ ক্যাফে

আপাতত শুধু কুকুরই নিয়ে আসা যাবে এই ক্যাফেতে ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: গোটা পরিবার মিলে রেস্তোরাঁয় খেতে গিয়েছেন ৷ কিন্তু আপনার বাড়ির পোষ্যকে সঙ্গে করে নিয়ে যেতে পারছেন না ৷ এর জন্য আবার অনেক সময়েই সবাই মিলে কোথাও বেরনোর প্ল্যানও ক্যানসেল হয়ে যায় ৷ আবার ইচ্ছে থাকলেও সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না পোষ্যকে ৷ কিন্তু এই সমস্যার সমাধান হতে চলেছে এখন ৷ কারণ শহরে তৈরি হয়েছে প্রথম পোষ্য-বান্ধব রেস্তোরাঁ ৷ এই রেস্তোরাঁয় আর আপনার পোষ্যকে নিয়ে যেতে কোনও সমস্যা নেই ৷ সঙ্গে আপনি যদি পোষ্য ভালবাসেন, তাহলেও কিন্তু এই রেস্তোরাঁয় গিয়ে আপনার দারুণ লাগবে ৷ কারণ এখানেই আপনি পেয়ে যাবেন ৯ টি নানা জাতের কুকুর ৷ গোল্ডেন রিট্রভার থেকে আইরিশ শেটার , ল্যাব্রাডর -- কী নেই সেখানে !

    234473327

    কলকাতায় প্রথম এই পেট ফ্রেন্ডলি ক্যাফের নাম ‘দ্য লাভ রুম’ ৷ আক্ষরিক অর্থেই এটি একটি লাভ রুম ৷ পোষ্যদের ভালবাসার জায়গা ৷ তাদের কথা ভেবেই বিশেষ মেনুরও ব্যবস্থা রয়েছে এখানে ৷ পোষ্যদের ঘোরাঘুরির জন্যও খুব ভাল এই ক্যাফে ৷ কারণ জায়গাও রয়েছে প্রচুর ৷ এই রেস্তোরাঁয় তাই সঙ্গে পোষ্য নিয়ে ঢুকলে সবসময়েই স্বাগত ৷ বলা বাহুল্য এই পোষ্য বান্ধব ক্যাফের মালিক দু’জনেই দারুণ পশু-প্রেমিক ৷ আপাতত শুধু কুকুরই নিয়ে আসা যাবে এই ক্যাফেতে ৷ পরবর্তীকালে অন্যান্য পোষ্যদেরও যাতে রেস্তোরাঁয় নিয়ে আসা যায়, সেব্যাপারে চিন্তাভাবনা করছে ক্যাফের মালিক ৷

    First published:

    Tags: Cafe, Kolkata, New Cafe, Pet Friendly Cafe, The Love Room, কলকাতা