#কলকাতা: রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষা দিতে গতরাত থেকেই হাওড়া,শিয়ালদহ স্টেশনে উপচে পড়া ভিড়। হবে না-ই বা কেন? সরকারি চাকরি বলে কথা। কেই-বা হাতছাড়া করতে চায়? এক সঙ্গে পঁচিশ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ভিড় সামলাতে তৎপর ছিল প্রশাসন।
মাত্র ছ হাজার শূন্য পদ। প্রার্থী সংখ্যা পঁচিশ লাখ। বিহার , উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকেও এসেছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী । রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষা ঘিরে দিনভর রাজ্য জুড়ে হইহই অবস্থা। চাকরী নির্বিঘ্নে শেষ করার চ্যালেঞ্জ ছিল সরকারের সামনে। ২০১৩ সালে টেট পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে এবার প্রথম থেকেই সতর্ক ছিল রাজ্য।
কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দুই মেদিনীপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে ৷ তবে এই অভিযোগকে মানতে নারাজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ প্রশ্নফাঁসের অভিযোগ ওড়ালেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এই বিষয়ে তিনি জানান, ‘পরীক্ষা হলেই বিরোধীরা এসব রটায় ৷ ৬ হাজার পদে ২৫লক্ষ পরীক্ষার্থী ৷ ভিনরাজ্য থেকে আসছেন পরীক্ষার্থীরা ৷ রাজ্যে কাজের পরিবেশ রয়েছে, এটাই বোঝাচ্ছে ৷’
পাশাপাশি বামফ্রন্টকে কটাক্ষ করে তিনি আও বলেন, ‘৩৪ বছরে ওরা কিছুই করেনি ৷ চাকরি যাতে না হয় তাতে অতি সক্রিয় সিপিএম ৷ ৩৪ বছর ধরে চাকরি দেয়নি ৷ মমতা যখন লাখ লাখ চাকরি দিচ্ছেন ৷ তখন বিরোধিতায় একটা চক্র কাজ করছে ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Group D Applicants, Group D Exam, Partha Chatterjee, Question Papers Leaked, Record Candidates, West Bengal Group D Recruitment