• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • এখনও পরিষ্কার হয়নি স্কুল, বুধবারের আগে খুলছে না ভারতীয় বিদ্যাভবন

এখনও পরিষ্কার হয়নি স্কুল, বুধবারের আগে খুলছে না ভারতীয় বিদ্যাভবন

চারদিন স্কুল বন্ধ থাকার পর সল্টলেক ভারতীয় বিদ্যাভবনে পরিদর্শনে এলেন অভিভাবকরা ৷ স্কুলের পরিবেশ সন্তানদের পাঠানোর যোগ্য হয়েছে কিনা তা দেখতেই শুক্রবার স্কুলে এসেছেন অভিভাবকেরা ৷

চারদিন স্কুল বন্ধ থাকার পর সল্টলেক ভারতীয় বিদ্যাভবনে পরিদর্শনে এলেন অভিভাবকরা ৷ স্কুলের পরিবেশ সন্তানদের পাঠানোর যোগ্য হয়েছে কিনা তা দেখতেই শুক্রবার স্কুলে এসেছেন অভিভাবকেরা ৷

চারদিন স্কুল বন্ধ থাকার পর সল্টলেক ভারতীয় বিদ্যাভবনে পরিদর্শনে এলেন অভিভাবকরা ৷ স্কুলের পরিবেশ সন্তানদের পাঠানোর যোগ্য হয়েছে কিনা তা দেখতেই শুক্রবার স্কুলে এসেছেন অভিভাবকেরা ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: চারদিন স্কুল বন্ধ থাকার পর সল্টলেক ভারতীয় বিদ্যাভবনে পরিদর্শনে এলেন অভিভাবকরা ৷ স্কুলের পরিবেশ সন্তানদের পাঠানোর যোগ্য হয়েছে কিনা তা দেখতেই শুক্রবার স্কুলে এসেছেন অভিভাবকেরা ৷ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সল্টলেক ভারতীয় বিদ্যাভবনের প্রাথমিক বিভাগের দুই পড়ুয়ার মৃত্যু পর সন্তানদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা ৷

  উদ্বিগ্ন অভিভাবকদের অভিযোগ ছিল, স্কুলেই কামড়েছে মশা। তাই কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সোমবার স্কুল চত্বরে বিক্ষোভে দেখান তাঁরা। দফায় দফায় চলে বৈঠক। ক্রুদ্ধ অভিভাবকদের চাপে সাতদিন স্কুল ছুটির কথা ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ ৷ এদিনের বৈঠকের পর দেখা গেল আসার আলো ৷ বুধবার থেকে শুরু হবে স্কুলের পঠনপাঠন ৷

  অভিযোগের পাওয়ার পর ভারতীয় বিদ্যাভবন পরিদর্শন করে বিধাননগর পুরসভা। তিনটি বড় ডাস্টবিন থেকে মশার লার্ভার হদিশ মেলে । লার্ভা স্কুলের ফোয়ারাতেও মেলে ডেঙ্গি মশার লার্ভা । স্কুলের বিভিন্ন জায়গায় জমা জলে প্রচুর লার্ভা পাওয়া যায় বলে জানায় পুরসভা ।

  শুক্রবার স্কুলে এসে দেখা যায় চারপাশের আগাছা সাফ করে পরিষ্কার করা হয়েছে স্কুল ৷ ডেঙ্গি প্রতিরোধে কী ব্যবস্থা কর্তৃপক্ষ তা দেখতেই এদিন স্কুলে এসেছিলেন অভিভাবকরা ৷ প্রথমে স্কুলে এসে বাধার মুখে পড়েন তারা ৷ তাদের স্কুলের ভেতর ঢুকতে বাধা দেওয়া হয় ৷ বিক্ষুব্ধ অভিভাবকরা বিক্ষোভ দেখালে ১০ অভিভাবক প্রতিনিধির সঙ্গে বৈঠকে রাজি হয় ভারতীয় বিদ্যাভবন কর্তৃপক্ষ ৷ বৈঠকের পর জানানো হয়, সামনেই বোর্ডের পরীক্ষা ৷ সেই কথা মাথায় রেখেই বুধবার থেকে স্কুল খুলতে চায় কর্তৃপক্ষ ৷

  স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে রয়েছে অসন্তোষ ৷ এখনই সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে মতভেদ রয়েছে অভিভাবকদের মধ্যে ৷ তাদের দাবি, এখনও সম্পূর্ণ পরিষ্কার হয়নি স্কুল ৷ তাই স্কুল পরিষ্কারের জন্য আরও কিছু বাড়তি সময় কর্তৃপক্ষকে দিতে চান তাঁরা ৷ সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে রবিবার ফের বৈঠকে বসবে অভিভাবক ফোরাম ৷ সোমবার স্কুল পরিদর্শনে আসবেন অভিভাবক প্রতিনিধিরা ৷ তারপরেই নেওয়া হবে সিদ্ধান্ত ৷

  ভারতীয় বিদ্যাভবনে সাফাইয়ে অখুশি বেশিরভাগ অভিভাবকরা ৷ শুক্রবার স্কুলে এসে দেখা যায় চারপাশের আগাছা সাফ করে পরিষ্কার করা হয়েছে স্কুল ৷ কিন্তু আগের অবস্থাতেই রয়েছে প্রাথমিকের শৌচালয়  ৷ এই শৌচালয়ের করিডরেই মেলে ডেঙ্গির লার্ভা ৷

  First published: