#কলকাতা: গত ছ’মাস ধরেই অসুখে ভুগছিলেন বাঙালীকে বিশ্ব ফুটবলের স্বাদ এনে দেওয়ার জনক অমল দত্ত ৷ গত চার মাস ধরে শারীরিক অবস্থা আরও খারাপ হয় তাঁর ৷ শেষপর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানলেন অমল দত্ত ৷ ইউরো কাপ ফাইনাল শুরু হওয়ার কিছু সময় আগেই চিরতরে বিদায় নেন দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবল কোচ অমল দত্ত ৷ তাঁকে গান স্যালুটে চিরবিদায় জানানো হয় সোমবার ৷ বিখ্যাত ডায়মন্ড কোচের ফুটবল এবং কোচিং কেরিয়ার কেমন ছিল , সেটাই দেখে নেওয়া যাক একনজরে ৷
একনজরে অমল দত্ত
ব্যতিক্রমী অমল---------------- ফুটবল থেকে অবসরের পর কোচিংয়ে- প্রথমে রেল, পরে আয়কর বিভাগের চাকরিতে ইস্তফা- বিয়েতে পাওয়া স্ত্রীর গয়না বেচে সঞ্চয়- ৫৯ সালে পাড়ি জমান বিলেতে- ইংলিশ এফএ থেকে সার্টিফায়েড কোচিং ডিগ্রি- ওয়াল্টার উইন্টারবটমের কাছে কোচিংয়ের পাঠ- দেশে ফেরেন এক বছর পর
কোচিং কেরিয়ার----------------- ৬০ সালে বাংলার সন্তোষ দলের দায়িত্ব- ১৯৬৩ সালে প্রথমবার ইস্টবেঙ্গলের কোচ- তিন দফায় লাল-হলুদের দায়িত্বে সাড়ে ৪ বছর- ১৯৬৯ সালে প্রথমবার মোহনবাগানের দায়িত্বে- ৫ দফায় ৮ বছর বাগানে কোচিং- ১৯৮৭-৮৮ মরশুমে জাতীয় দলের দায়িত্ব- ভারতকে সাফ কাপ জেতানো- সন্তোষ ট্রফিতে ওড়িশার দায়িত্ব নেওয়া- চার্চিল, ভাস্কো, ইউনাইটেড, টাইটেনিয়ামে কোচিং
উদ্ভাবক অমল--------------- বাংলার সন্তোষ দলে প্রথম ছক ভেঙে ৪-৪-২- ইস্টবেঙ্গলে ওভারল্যাপিং সাইডব্যাক ধারণার আমদানি- সুদীপ চট্টোপাধ্যায়কে স্টপার থেকে লিবেরোয় আনা- বাগানে ফ্লাওয়ারভাস ডিফেন্স সংগঠন- ৯৭-এর বাগানে ৪-১-২-১-২ ডায়মন্ড সিস্টেম- সন্তোষে ওড়িশাকে প্রেসিং ফুটবল খেলিয়ে চমক
ফুটবল দার্শনিক অমল---------------------- দেশের প্রথম পেশাদার ফুটবল কোচ- ব্রিটিশ ঘরানার সিস্টেমে দীক্ষিত- ভারতীয় ফুটবলে র্যামসে-বুসবির অনুপ্রেরণা- ভাবনায় পূর্ব ও মধ্য ইউরোপিয় ঘরানার মিশেল- ফুটবল খেলার জন্য বাংলায় প্রথম কোচিং ম্যানুয়াল- বিদেশি ফুটবলের দুস্প্রাপ্য ফুটেজ সংগ্রাহক- নিজের কাঁধে প্রজেক্টর বয়ে গ্রামেগঞ্জে ফুটবল প্রচার
বিতর্কিত প্রতিষ্ঠানবিরোধী অমল-------------------------------- ফেডারেশন কর্তাদের মূর্খ অ্যাখ্যা দেওয়া- ক্লাব কর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ- ডায়মন্ড ম্যাচের আগে ভাইচুং-সোসোদের কটাক্ষ- মহমেডানের সঙ্গে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত- ডার্বি হেরে নিজের দলের গোলকিপার সুব্রত পালকে তোপ- মিডিয়ার সঙ্গে খামখেয়ালি আচরণ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amal Dutta, Diamond System, Football, Football Career, Football Coach, India Coach, Mohun Bagan