#কলকাতা: বিধানসভায় বিরল ‘ঐক্য’ ৷ রাষ্ট্রপতি পদে জোটপ্রার্থী মীরা কুমারের হার প্রায় নিশ্চিত। তা সত্ত্বেও রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বিধানসভায় শাসক-বিরোধী ঐক্যের বিরল ছবি। শনিবার মীরা কুমারের সমর্থনে একযোগে সই করেন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বাম বিধায়করা।
মনোনয়ন পত্রে বিধায়কদের সই করানোর জন্য সবচেয়ে বেশি উদ্যোগী হন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মনোনয়নে সই করেন মোট একশো কুড়ি জন বিধায়কের। এরপর তা বিরোধী দলনেতা আবদুল মান্নানের হাতে তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। মনোনয়ন পত্র নিয়ে রবিবার দিল্লি যাবেন মান্নান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bidhansabha, Left Front, Meira Kumar, Opposition Party, Presidential election, Rulling Party, TMC, Unity