ফের শহরে বেপরোয়া অটো, মৃত্যু একজনের

চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের শহরে বেপরোয়া যান রেষারেষির বলি ১ ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের শহরে বেপরোয়া যান রেষারেষির বলি ১ ৷ বুধবার যশোর রোডে বাস-অটো সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির ৷ যশোর রোডে একটি অটোতে ধাক্কা মারে বাস ৷ বাসের ধাক্কায় অটোটি দুমড়ে-মুচড়ে, উল্টে গিয়ে গুরুতর জখম হন যাত্রীর ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এত যাত্রীর ৷

    ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন পরিবহণ দফতর ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, অফিসের ব্যস্ত বাসের সঙ্গে প্রবল রেষারেষি চলছিল অটোটির ৷ সেই সময় দুর্ঘটনাটি ঘটে ৷

    কলকাতা থেকে পেট্রোপোল যাওয়ার একমাত্র ভরসা যশোহর রোডে বরাবরই যানবাহনের ভিড়। অফিস টাইমে এই ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুন। হাবড়া থেকে বারাসতের দিকে যাচ্ছিল ডিএন ৪৪ রুটের একটি বাস ৷ বারাসত থেকে বিড়া রুটে দুটি অটোর রেষারেষি শুরু হয়েছে ৷ বারাসতগামী বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি অটোর ৷ অটোটি ছিটকে পড়ে রাস্তার পাশের নয়ানজুলিতে ৷ অটো চালক সহ তিন যাত্রীকে বারাসত মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই মৃত্যু হয় রঘুনাথ সিং নামে এক যাত্রীর। তাঁর নাকি কোনও দোষ-ই নেই, দাবি, আহত অটো চালকের।

    পড়ুন

    সল্টলেক সিটি সেন্টারের কাছে অটোয় ধাক্কা বাসের, মৃত ১, আহত ৪

    এর আগে মঙ্গলবারও সল্টলেক সিটি সেন্টারের কাছে অটো ও বাসের সংঘর্ষে মৃত্যু দু’জনের , আহত হন চারজন যাত্রী ৷

    গত শুক্রবার সকালেও সিগন্যাল না মেনে এরকমই বেপরোয়া যান চালনার বলি হন জয়পুরিয়া প্রথম বর্ষের ছাত্রী ও অটোচালক ৷ রাজা দীনেন্দ্র স্ট্রিট থেকে অরবিন্দ সরণির দিকে দ্রুত গতিতে ছুটছিল অটো WB 04C7121 ৷ গৌড়ীবাড়ির ক্রসিংয়ে সিগন্যালে দাঁড়িয়ে ছিল বারাসত হাওড়া রুটের একটি L238 নম্বরের বাস। উল্টোডাঙা থেকে খান্নার দিকে যাচ্ছিল বাসটি।

    First published:

    Tags: Auto Accident, Bengali News, Bus Auto Accident, ETV News Bangla, One Died in Auto Accident, Rash Driving