Home /News /kolkata /

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই প্রথম মিলবে NOTA-র সুযোগ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই প্রথম মিলবে NOTA-র সুযোগ

কোনও প্রার্থীকেই পছন্দ হচ্ছে না। অথচ নিজের ভোটটা নষ্ট করতে চান না? বিধানসভা ভোটেই ইভিএমে নেতিবাচক বা NOTA ভোট বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। ২০১২ সালে কার্যকর হওয়ার পর এই প্রথম বিধানসভা ভোটে NOTA-তে বোতাম টেপার সুযোগ পাবেন ভোটাররা।

আরও পড়ুন...
 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি: কোনও প্রার্থীকেই পছন্দ হচ্ছে না। অথচ নিজের ভোটটা নষ্ট করতে চান না? বিধানসভা ভোটেই ইভিএমে নেতিবাচক বা NOTA ভোট বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন।  ২০১২ সালে কার্যকর হওয়ার পর এই প্রথম বিধানসভা ভোটে NOTA-তে বোতাম টেপার সুযোগ পাবেন ভোটাররা। বহুদিনের দাবি মেনে ইভিএমে প্রার্থীদের ছবিও রাখছে নির্বাচন কমিশন। ভুয়ো প্রার্থী নিয়ে বিভ্রান্তি এড়াতে বহুদিন ধরেই এই ব্যবস্থা চালুর দাবি উঠেছিল। পশ্চিমবঙ্গে পরীক্ষামূলকভাবে ইভিএমগুলিতে সেই বদল আনবে নির্বাচন কমিশন। ২০১২ সালে সুপ্রিম কোর্টের রায়ে প্রথমবার কার্যকর হয় NOTA  ৷ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রথমবার NOTA অর্থাৎ নান অফ দ্য অ্যাবোভ বোতামটি যোগ করা হয় ৷ পশ্চিমবঙ্গে এই প্রথম বিধানসভা নির্বাচনে NOTA সুযোগ মিলবে ৷ NOTA-র পাশে প্রতীক হিসাবে থাকবে ইভিএমের ছবি

  First published:

  Tags: Assembly Election, Bengal Polls, EVM, NOTA, WestBengal Vote

  পরবর্তী খবর