‘বৃষ্টিতে পণ্ড’ হবে না মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান

শপথ অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রীর কাছে স্বস্তির খবর ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার শপথের সময় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই শহরে ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা:  শপথ অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রীর কাছে স্বস্তির খবর ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার শপথের সময় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই শহরে ৷

    বিকেলের পর রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান অর্থাৎ বেলা ১২ টা থেকে দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

    দেশের উত্তরভাগে আপাতত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ৷ রাজস্থান, হরিয়ানা হয়ে উত্তর ভারতে রয়েছে নিম্নচাপ ৷ শুক্রবার সকালে আকাশ পরিষ্কার হবে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে  জানানো হয়েছে ৷

    First published:

    Tags: Kolkata Weather, Mamata Banerjee, Oath Taking Ceremony, Red Road, Weather Report, মমতা বন্দ্যোপাধ্যায়