আজকের খবরের কাগজের সেরা খবর

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷

  • Last Updated :
  • Share this:

    প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

    bartaman_big11

    ১) সীমান্তে মহড়া, উত্তাপের মধ্যেই বাতিল সার্ক, একঘরে পাকিস্তানসীমান্তে উত্তাপ আর টানটান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধ ক্র঩মেই সাফল্য পাচ্ছে ভারত। সন্ত্রাসের মদতদাতার তকমা দিয়ে পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা ও একঘরে করাই মোদি সরকারের প্রাথমিক কৌশল। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় দাঁড়িয়ে সেই আবেদন ইতিমধ্যেই করেছেন বিদেশমন্ত্রী। সেই আবেদনের লক্ষ্য ছিল প্রধানত পশ্চিমী দুনিয়া। আজ সেই পশ্চিমী দুনিয়াকেই ভারত দেখিয়ে দিতে সক্ষম হচ্ছে যে ভারত একা নয়, পাকিস্তানকে কার্যত বয়কট করছে দক্ষিণ এশিয়ার বাকি প্রতিবেশিরাও। গতকাল সন্ধ্যায় ভারত জানিয়ে দিয়েছে, আগামী নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে ভারত অংশ নিচ্ছে না। বয়কট করছে। উরি পরবর্তী উত্তাপের আবহে ভারতের এই সিদ্ধান্ত হয়তো পাকিস্তানের কাছে প্রত্যাশিতই ছিল। কিন্তু নওয়াজ শরিফের কাছে চরম অস্বস্তির বার্তা নিয়ে এসেছে আফগানিস্তান, বাংলাদেশ ও ভূটানের সিদ্ধান্ত। বিশদে পড়ুন.................

    ২) পিছু হটেই আপাতত পাহাড়ে আর বন্‌ধ ডাকছেন না গুরুং

    বন্ধ ডেকে প্রতিরোধের মুখে পড়ে পিছু হটলেন বিমল গুরুং। পুলিশ প্রশাসন ও শাসকদলের সাঁড়াশি চাপে বুধবার বন্঩ধে তেমন সাড়া না পেয়ে কোণঠাসা মোর্চা সুপ্রিমো ঘোষণা করেছেন, আর বন্ধ ডাকছি না। পাশাপাশি বন্঩ধের কারণ নিয়েও তিনি ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে উলটো সুর শুনিয়েছেন। রাজ্য সরকার জিটিএকে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়েছে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য খণ্ডন করতে নেমেই পাহাড়ে ১২ ঘণ্টার বন্ধ ডেকেছিলেন মোর্চা সুপ্রিমো। কিন্তু প্রবল প্রতিরোধ আর চাপের মুখে পড়ে সুর বদলে এদিন কালিম্পংয়ে গুরুং বলেন, লড়াইয়ের জন্য বন্ধ ডাকিনি। পাহাড়ের ৭৮টি চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাসের দাবিতেই বন্ধ ঩ডেকেছিলাম। তবে পুজো আসছে, পরীক্ষা আছে। সামনেই পর্যটনের মরশুম। তাই আপাতত আর বন্ধ ডাকব না। বিশদে পড়ুন.................

    ৩) অধীরের গড় ও দলে ফের ধাক্কা তৃণমূলেরবিরোধী দলের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসকদলে যাওয়ার ধারা অব্যাহত। দলবদলের এই খেলার নবতম সংযোজন কংগ্রেসের দুই বিধায়কের তৃণমূলে যোগদান। বুধবার দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল ভবনে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল এবং নদীয়ার কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান শেখ তৃণমূলে যোগ দেন। একইসঙ্গে এদিনই অধীর চৌধুরির গড় মুর্শিদাবাদ জেলায় ফের ধাক্কা খেল কংগ্রেস। মুর্শিদাবাদ পুরসভা ছিনিয়ে নিয়েছে তৃণমূল। ইসলামপুর পুরসভাও জোড়াফুলের দখলে এসেছে। বিরোধী জনপ্রতিনিধিদের এভাবে শাসক শিবিরে যোগদানের ব্যাখ্যা দিতে গিয়ে অভিষেক বলেন, গণতান্ত্রিক দেশ। বিশদে পড়ুন.................

    ৪) এবার বারুইপুরে অস্ত্র কারখানার হদিশ, ধৃত ৪একমাসের তফাতে মহেশতলার কানখুলির পর এবার বারুইপুরের বেগমপুর থেকে অস্ত্র কারখানার সন্ধান পেল জেলা পুলিশ। বুধবার সেখানে অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার অরিজিৎ সিনহা (পূর্ব) বলেন, গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ দল বেগমপুরের মধ্যমপাড়ার একটি বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালাতেই অস্ত্র কারখানাটি নজরে আসে। বিশদে পড়ুন.................

    anandabazar11

    ১) পরের লড়াই অমৃতসরে, সার্কেই পাকিস্তানকে একঘরে করার চেষ্টাসার্ক সম্মেলন বয়কটই শুধু নয়, পাকিস্তানকে এ বার অন্য প্রতিবেশীদের থেকে একেবারে একঘরে করতে চাইছেন নরেন্দ্র মোদী। ঠিক যে কথা ক’দিন আগে কোঝিকোড়ের বক্তৃতায় বলেছিলেন তিনি। মোদীর উদ্দেশ্য, সার্ক দেশগুলি থেকে ইসলামাবাদকে বিচ্ছিন্ন করে, তাদের উপর এক অদৃশ্য আঞ্চলিক নিষেধাজ্ঞা জারি করা। ভারতের বিদেশ মন্ত্রকের এক কর্তার ব্যাখ্যা, ‘‘আমরা সমান্তরাল একটি সার্ক-গোষ্ঠীর কথা ভাবছি, যেখানে পাকিস্তান থাকবে না!’’ বিশদে পড়ুন.................

    ২) বন্‌ধের ছন্দপতন, তাই নরম গুরুঙ্গআগে তাঁর ডাকে স্তব্ধ হয়ে যেত পাহাড়। ২৪ ঘণ্টা তো নস্যি, তাঁর ইচ্ছেয় ১০৮ ঘণ্টার বন্‌ধও দেখেছেন পাহাড়বাসী। বুধবার সেখানেই যেন কিছুটা ছন্দপতন। ১২ ঘণ্টার বন্‌ধে জনজীবন থমকে গেলেও বিমল গুরুঙ্গ টের পেয়েছেন, গোটা দার্জিলিং আর তাঁর মুঠোয় নেই। বুঝেছেন, কিছুটা হলেও তাঁর সঙ্গে পাল্লা দেওয়ার মতো শক্তি সঞ্চয় করে ফেলেছে রাজ্যের শাসকদল। তাই বন্‌ধ ফুরনোর চার ঘণ্টা আগেই, বেলা ২টো নাগাদ সুর নরম করে তৃণমূলের সঙ্গে ফের আগের মতো ‘ভাব’ জমাতে আসরে নেমেছেন মোর্চা প্রধান। বিশদে পড়ুন.................

    ৩) তৃণমূল ২১৭, নিশানা কি তবে ২৯৪-ইচার মাসেই বিরোধী ঘর ভেঙে আনা হয়েছে ৬ জনকে! প্রায় রোজ তৃণমূল ভবন যে ভাবে বিরোধীদের হাতে জোড়া ফুলের পতাকা ধরানোর পীঠস্থান হয়ে উঠেছে, তাতে প্রশ্ন ভাসছে— ২৯৪ আর কতই বা দূর?বিধানসভা ভোটে ২১১টি আসন জিতেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পরের ক’মাসে বিরোধী দল ভাঙিয়ে তাদের সংখ্যা বেড়েই চলেছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিধায়ক কানহাইয়ালাল অগ্রবাল এবং নদিয়া জেলার কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান হাসান বুধবার কংগ্রেস ছেড়ে শাসক দলের পতাকা নেওয়ায় বিধানসভায় তাঁদের শক্তি এখন ২১৭ হল বলে নিজেই ঘোষণা করেছেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই হারে এগোতে থাকলে শেষে কি ২৯৪-এ থামবেন তাঁরা? অভিষেক কবুল করেননি, উড়িয়েও দেননি। বিশদে পড়ুন.................

    ৪) কালো তারে বলে... অপমানিত তন্নিষ্ঠাবিনোদনের একটি চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে চরম বিরক্ত অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি ‘পার্চড’-এর প্রচারে সেখানে যান তিনি। ওই অনুষ্ঠানে যে ভাবে তাঁর চামড়ার রং নিয়ে তাঁকে হেনস্থা করা হয়েছে, তাতে ক্ষুব্ধ তন্নিষ্ঠা। ঘটনার বিবরণ ফেসবুকে তুলে ধরেছেন অভিনেত্রী। যার জেরে ওই অনুষ্ঠানের মাঝখান থেকে বেরিয়েও যান তিনি। বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তেই তন্নিষ্ঠার কাছে আজ ক্ষমা চেয়েছেন ওই চ্যানেল কর্তৃপক্ষ। বিশদে পড়ুন.................

    First published:

    Tags: Daily News Paper, Morning Daily, Morning News Paper, Morning paper