আজকের খবরের কাগজের সেরা খবর

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷

  • Last Updated :
  • Share this:

    প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ শনিবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

    anandabazar11

    ১) তৃণমূলের বৈঠক- এত ঔদ্ধত্য কেন, ধমকালেন মমতাসংসদে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায় না তাঁকে। আপাত দর্শনেও নিরীহ। কিন্তু আরামবাগের সেই তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার সামান্য যানজটে আটকে পড়ায় মোটরবাইকে সওয়ার এক দম্পতির উপর যে প্রবল হম্বিতম্বি করেছেন, দিদি না বললে কে জানত? বাঁকুড়ায় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সেই হাসপাতাল গড়ে তুলতে কাকে ঠিকাদার হিসেবে নিয়োগ করা হবে, তাতে জেলা তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তী নাকি নাক গলাচ্ছেন! তা-ও হাটখোলা করে দিলেন দিদিই! এবং শুক্রবার হাটের মাঝে ধমকও খেলেন উভয়েই। আর পড়ুন................

    ২) বেপরোয়া অটোয় উঠে বেঘোরে মৃত্যু অষ্টাদশীর

    মিউজিক সিস্টেমের মাত্রাছাড়া আওয়াজে ভিতরে বসে থাকা দায়। কিন্তু চালকের হেলদোল নেই। যে কোনও গাড়ির ভিড়ে মাথা গুঁজে দিয়ে, একে ওকে ওভারটেক করে দিব্যি চলছেন তিনি। ট্রাফিক নিয়ম মানার বালাই নেই, লাল সিগন্যালকে বুড়ো আঙুল দেখানোটাই দস্তুর। চার জন বসানোর নিয়মও বহু ক্ষেত্রে থোড়াই কেয়ার। এ ভাবেই শহরজুড়ে চলছে অটো-রাজ। প্রাণ হাতে বসে থাকলেও যাত্রীরা মুখ খোলেন না। নিত্য অভিজ্ঞতায় তাঁরা জানেন, বলে লাভ নেই। বললে মুখঝামটা তো বটেই, অনেক ক্ষেত্রে মারধর খাওয়ার সম্ভাবনাও থাকে! যার নিট ফল, ঘনঘন দুর্ঘটনা। যেমন শুক্রবার। এ দিন সাত সকালেই গৌরীবাড়ি মোড়ে ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা না করে দুর্ঘটনার কবলে পড়ল একটি অটো। সিগন্যালের লাল আলো উপেক্ষা করে তীব্র গতিতে যেতে গিয়ে সরাসরি বাসের পেটে ধাক্কা মারল সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হল অটোচালকের পাশে বসা কলেজ ছাত্রী পূজা পালের। পুলিশ সূত্রের খবর, সকাল সওয়া ছ’টা নাগাদ রাজা দীনেন্দ্র স্ট্রিটের উপরে সিগন্যাল সবুজ হয়েছে দেখে হাওড়া-বারাসাত রুটের একটি বাস এগোচ্ছিল। সে সময় সিগন্যাল ভেঙে এগিয়ে যাওয়া বেলেঘাটা আইডি-আরজি কর রুটের অটোটি গিয়ে ধাক্কা মারে বাসটির পিছনের দরজায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ বছর বয়সি পূজার। আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অটোচালক জয়দীপ নস্কর এবং পিছনের সিটে বসা তিন যাত্রী অজয় সরকার, ইতি সরকার এবং শিব সোঁয়াইকে।আর পড়ুন................

    ৩) চাষিদের সংস্থার সব ফসল আগাম কিনবে কোম্পানিইএক সময়ে খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি নিয়ে মনমোহন সরকারের প্রস্তাবে প্রবল আপত্তি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুজাতিক সংস্থার হাতে কৃষকের স্বার্থ বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু এ বার কার্যত সেই সংস্কার প্রস্তাবে নিজেই সায় দিলেন মমতা। কৃষকের উৎপন্ন ফসল বাজারজাত করতে বেসরকারি সংস্থার সঙ্গে হাত মেলানোর প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। কী হবে তাতে? খাদ্য প্রক্রিয়াকরণ দফতর সিদ্ধান্ত নিয়েছে, এলাকা ভিত্তিতে কৃষকদের একত্র করে উৎপাদক সংস্থা গড়ে তোলা হবে। একে বলা হবে, ‘ফার্মার্স প্রডিউসার কোম্পানি’। কৃষকদের এই সংস্থার সঙ্গে অন্য কোনও দেশীয় বা বহুজাতিক বেসরকারি সংস্থা এই শর্তে চুক্তি করবে যে— তারা চাষের জন্য বীজ, সার, কীটনাশক এবং উন্নত প্রযুক্তি দেওয়ার বিনিময়ে আগে থেকে ঠিক করা দামে সব ফসল কিনে বাজারজাত করবে।

    ৪) পঞ্চমীতেও বন্ধ অফিস, এক দিন বেশি ছুটি রাজ্য সরকারি কর্মীদেররাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। পুজোর ছুটির বাড়তি পাওনা আরও এক দিন। শুক্রবার নবান্ন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়, এ বছর পঞ্চমীতেও ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ফলে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর টানা ১১ দিন ছুটি থাকছে সরকারি কর্মচারীদের।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঘোষণা করেছিলেন, বন্‌ধের দিনে যাঁরা অফিসে হাজির ছিলেন, তাঁদের একটা দিন বাড়তি ছুটি দেওয়া হবে। পঞ্চমীর দিন ছুটি ঘোষণা করে সেই পুরস্কারই দিলেন মমতা। আর পড়ুন................

    bartaman_big11

    ১) আঞ্চলিক দলগুলিকে নিয়ে আন্দোলনের নেতৃত্বে মমতাসিঙ্গুরের মঞ্চ থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কেন্দ্রবিরোধী জেহাদে নামছেন রীতিমতো পরিকল্পনা করেই। পুজোর পরই বিভিন্ন বিজেপি বিরোধী আঞ্চলিক শাসক দলগুলিকে সঙ্গে নিয়ে ফেডারেল ফ্রন্টের ধাঁচে মমতা কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যগুলির অধিকার আদায়ে লড়াইয়ের ডাক দেবেন। এই লক্ষ্যে ইতিমধ্যেই নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রণকৌশল নিয়ে কথা হয়েছে। কেজরিওয়ালের গলায় অস্ত্রোপচার হয়েছে। তিনি আপাতত চিকিৎসাধীন। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও জানিয়ে দেওয়া হয়েছে উৎসবের মরশুম আগে সমাপ্ত হোক।আরও পড়ুন...........

    ২) বিদ্যা বালানের ডেঙ্গুআমেরিকা থেকে শ্যুটিং থেকে ফিরে ডেঙ্গুতে আক্রান্ত হলেন অভিনেত্রী বিদ্যা বালান। তবে তাঁকে এখনই হাসপাতালে ভরতি করা হচ্ছে না বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বিদ্যার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অভিনেত্রীকে আপাতত কিছুদিন বেড রেস্টে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তার জেরে সুজয় ঘোষের 'কাহানি ২'-এর শ্যুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। আরও পড়ুন...........

    ৩) বেপরোয়া অটোর সঙ্গে বাসের সংর্ঘষ, মৃত কলেজ ছাত্রী, জখম ৪বেপরোয়া অটোর সঙ্গে বেসরকারি বাসের সংঘর্ষে মৃত্যু হল কলেজ ছাত্রীর। শুক্রবার সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে বড়তলা থানা এলাকার রাজা দীনেন্দ্র স্ট্রিট এবং গৌরীবাড়ির সংযোগস্থলে। পুলিশ জানিয়েছে, সিগন্যাল না মেনে অটোটি রাস্তা পার হচ্ছিল। এই সময় উলটোদিক থেকে একটি বেসরকারি বাস তাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত ছাত্রীর নাম পূজা পাল। তিনি জয়পুরিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আহত হয়েছেন অটোর চালকসহ মোট চারজন। আরও পড়ুন...........

    ৪) সোদপুরের স্কুলে ২ ছাত্রীকে বেধড়ক মার, অভিযুক্ত প্রধান শিক্ষক বেপাত্তাএকাদশ শ্রেণির দু’জন ছাত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঘোলা থানার সোদপুর নবোদয় ইনস্টিটিউটে। অভিযোগ, প্রধান শিক্ষকের এলোপাথাড়ি চড় এবং লাথিতে মিতা দাস নামে এক স্কুলছাত্রী অজ্ঞান হয়ে যান। মৌলী মজুমদার নামে অন্য একজন ছাত্রীও অসুস্থ হয়ে পড়েন। চোখের সামনে ছাত্রীরা অসুস্থ দেখেও প্রধান শিক্ষক নিজের অফিসের দিকে চলে যান বলে অভিযোগ উঠেছে। আরও পড়ুন...........

    First published:

    Tags: Daily News Paper, Morning Daily, Morning Headline, News Paper Headline, Saturday Morning Newspapers, খবরের কাগজ