‘আজ রাত কা সিন বনালে’...........

শহরের প্রায় সর্বত্র ব্যাঙ্কোয়েট হল, শপিং মল, অ্যামিউজমেন্ট পার্কগুলিও পার্টি আয়োজনে এখন একে অপরকে টেক্কা দিচ্ছে ৷ রাস্তায় পার্টির হোর্ডিং পড়তে না পড়তেই অনলাইনে সেগুলোর বুকিংও অনেকদিন আগেই সেরে ফেলেছেন পার্টি হুপার্সরা ৷ তবে যারা এখনও পাস জোগাড় করেননি ৷ তারা দেখে নিন শহরের কোথায় কী হচ্ছে ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা:  থার্টি ফার্স্ট নাইট ৷ যারা বছরের কোনওদিন পার্টি করেন না ৷ তারাও এদিন হয়তো ইন্টার্নেট বা কাগজ খুলে দেখছেন কোথায় কী হচ্ছে ৷ আগে কলকাতার কিছু নির্দিষ্ট জায়গায় বর্ষবরণের উৎসব হত ৷ পার্ক স্ট্রিটের পাব-ডিস্কো কিংবা কোনও অভিজাত ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যেই পার্টিতে মাততেন ৷ এখন কিন্তু ব্যাপারটা তা নয় ৷ ক্লাব,ডিস্কো-থেক গুলো ছাড়াও শহরের প্রায় সর্বত্র ব্যাঙ্কোয়েট হল, শপিং মল, অ্যামিউজমেন্ট পার্কগুলিও পার্টি আয়োজনে এখন একে অপরকে টেক্কা দিচ্ছে ৷ রাস্তায় পার্টির হোর্ডিং পড়তে না পড়তেই অনলাইনে সেগুলোর বুকিংও অনেকদিন আগেই সেরে ফেলেছেন পার্টি হুপার্সরা ৷ তবে যারা এখনও পাস জোগাড় করেননি ৷ তারা দেখে নিন শহরের কোথায় কী হচ্ছে ৷

    12193612_1238472242834754_5854917807990598058_n

    ১. স্বভূমি- বর্ষবরণের রাতের নাম ‘মিডনাইট সাগা’ ৷ থিম ‘ম্যাসকরেড পার্টি’ ৷ থাকছে বিদেশি ডান্সার , ডিজে এবং আনলিমিটেড ড্রিঙ্কস-সহ ডিনারের ব্যবস্থা ৷

    ২. অ্যাকুয়াটিকা- বেলি ডান্সার থেকে শুরু করে আইটেম ডান্সার, কী নেই এই পার্টিতে ! পাশাপাশি ডিজে রোহন এসডি এবং ডিজে জাঙ্কিনের জমজমাট শো উপভোগ করতে পারবেন অ্যাকুয়াটিকার ‘জানাডু’-তে ৷

    21488_1271487526199892_3558283468422492949_n

    ৩. লেক ক্লাব- দক্ষিণ কলকাতার এই অভিজাত ক্লাব প্রতিবছরের মতো এবারও জমজমাট থার্টি ফার্স্ট নাইট পার্টির আয়োজন করেছে ৷ ডিজে সচিনের পাশাপাশি থাকছে এলইডি লেসার শো-র ব্যবস্থাও ৷

    ৪. পিসি চন্দ্র গার্ডেন্স- ৩১ ডিসেম্বর রাতে পিসি চন্দ্র গার্ডেন্সের পার্টির মজাই আলাদা ৷ এবারের পার্টির নাম ‘এলিটিফাই’ ৷ রাত ন’টা থেকে শুরু হবে বর্ষবরণের পার্টি ৷

    12246685_1259467197401925_931253912542755493_n

    ৫. দ্য অ্যাস্টর - পার্টির থিম ‘দ্য ডার্টি ডান্সিং’ ৷ নাম শুনেই বুঝতেই পারছেন এই পার্টি শুধুই টিন এজারদের জন্য নয় ৷ সেলিব্রিটি ডিজে রোহনের মন মাতানো মিক্সিং থেকে শুরু করে বলিউড ডান্সার , আনলিমিটেড প্রিমিয়াম ড্রিঙ্কস এবং স্ন্যাকস সবই থাকছে এই পার্টিতে ৷ অ্যাস্টরে পার্টি শুরু হবে রাত আটটা থেকে ৷

    ৬. নভোটেল- ‘অ্যান ইভনিং ইন প্যারিস’ ৷ না শম্মি কপুর এবং শর্মিলা ঠাকুরের ছবির কথা বলছি না ৷ নভোটেল হোটেলের এবছরে এটাই পার্টির  থিম  ৷ রাত আটটা থেকেই শুরু হয়ে যাবে এই পার্টি ৷ লাইভ ডিজে, ইন্টারন্যাশনাল ডান্সার, ফরাসি স্টাইলের পার্টি ডেকোরেশন, ফায়ারওয়ার্কস কী নেই এই পার্টিতে ৷

    12309578_1252965251385453_7059009361618304118_o

    ৭. গোল্ডেন পার্ক- ডিজে সুপ্রিয়র জমজমাট মিক্সিং-এর সঙ্গে জমজমাট খানা পিনা ৷ আর কী চাই ! তাও আবার মাত্র ৩৪৯০ টাকায় (কাপল চার্জ) ৷

    ৮. ওজোস ব্যাঙ্কোয়েট- পার্টির থিম- ‘দ্য ওয়াইল্ড ওয়েস্ট আফ্রিকা’ ৷ সেলিব্রিটি অ্যাঙ্কর, ডিজে, ফায়ার অ্যাক্টস, আফ্রিকান ডান্সারদের পাশাপাশি থাকছেন গুঞ্জন জৈন, তেজস গান্ধি, অভিষেক নায়ার, অংশু মোদির মতো জনপ্রিয় ডিজাইনাররাও ৷

    ৯. ফ্লোটেল- ডিজে দিয়া এবং সচিনের লাইভ পারফরম্যান্সের সঙ্গে থাকছে সারেগামা রিয়্যালিটি শো-র জনপ্রিয় গায়ক শুভমের সঙ্গীত অনুষ্ঠান ৷ সেইসঙ্গে আনলিমিটেড স্কচ, ওয়াইন , স্ন্যাকস এবং  বাফেট ডিনার তো আছেই ৷

    12307546_1255688277779817_7247439246662546823_o

    ১০. ওয়েটো ওয়াইল্ড- নিক্কো পার্কের ওয়াটার জোনে এবছর বর্ষবরণের রাতে এলাহি ব্যবস্থা ৷ একদিকে যেমন থাকছে ওয়েস্টার্ন ডান্সের ব্যবস্থা তেমনি অন্যদিকে থাকছে ‘গজল নাইট ’ ৷ থিম- ‘ক্যারিবিয়ান পাইরেটস আইল্যান্ড পার্টি’ ৷ জনপ্রিয় হলিউড ছবি পাইরেটস অফ ক্যারিবিয়ানের থেকেই এই থিম নেওয়া হয়েছে ৷ আনলিমিটেড ড্রিঙ্কস, স্ন্যাক্স এবং ডিনারের পাশাপাশি থাকছে ডিজে কুণাল, অমন এবং অমিতের সুপারহিট মিক্সিং ৷ থাকছে বলিউড ব্যান্ড ‘ইপ্সিতা’ এবং ইন্টারন্যাশনাল ডান্সারদের পারফরম্যান্স ৷ অন্যদিকে ওয়াটারসাইড ওয়ানে-এ থাকছে মুম্বইয়ের শিল্পী রাজু দাসের গজল পারফরম্যান্স ৷

    First published:

    Tags: 31st Night Party, Kolkata, Kolkata Party Destination, New Year Party