#কলকাতা: মন ভালো নেই। অবসাদ ঘিরে রেখেছে সারাক্ষণ। এই সমস্যার প্রতিকারে উদ্যোগ নারী ও শিশুকল্যাণ দফতরের। মানসিক স্বাস্থ্যে উন্নতির লক্ষ্যে বাড়ি বাড়ি যাবেন স্বেচ্ছাসেবীরা। প্রয়োজনে কাউন্সেলিং করাবেন। সুস্থ হয়ে ওঠা মানসিক রোগীদের পুনর্বাসন দেওয়াও প্রকল্পের লক্ষ্য।
মন কেমন আছে আপনার। অবসাদ গ্রাস করেছে কি। কোনও কিছুতেই মন বসছে না? এই প্রশ্ন নিয়ে আপনার দরজায় চলে আসতে পারেন কেউ। আপনার সঙ্গে হাসিমুখে কথা বলবেন তাঁরা। আপনার সমস্যা জেনে প্রতিকারের চেষ্টা করবেন। ইতিমধ্যেই এ কাজ শুরু করেছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। এই উদ্যোগের পাশে দাঁড়াচ্ছে রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতর।
কোচবিহার ও রাজারহাটে চলছে প্রকল্পের কাজ। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। প্রয়োজন হলে কাউন্সেলিং করাচ্ছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য তিনটি ৷ মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ৷ বাড়িতে মানসিক রোগী থাকলে সেই পরিবারকে সহায়তা করা হাসপাতাল থেকে সুস্থ মানসিক রোগীর পুনর্বাসনের ব্যবস্থা করা ৷ শরীর খারাপ হলে আমরা ওষুধ খাই, মন খারাপ হলে চুপচাপ বসে থাকি কেন। এই অভ্যাস বদলানোই প্রকল্পের লক্ষ্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government, Kolkata, Mental Health