#কলকাতা: তপশিলী হস্টেলে থাকা নিয়ে বেনজির নির্দেশিকা দিল রাজ্য ৷ যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নয়া নির্দেশিকা অনুযায়ী রাজ্যের তপশিলী হস্টেলগুলিতে থাকতে গেলে মুচলেকায় সই করতে হবে পড়ুয়াদের। আর এই মুচলেকায় যা লিখতে হবে তাই নিয়েই শুরু বিতর্ক ৷
তপশিলী জাতি উপজাতিদের জন্য তৈরি হস্টেলগুলিতে থাকতে গেলে লিখিতভাবে মুচলেকা দিয়ে জানাতে হবে আবেদনকারী সরকারি বিরোধী আন্দোলনে যুক্ত নয়। তারপরেই হস্টেলে থাকার ছাড়পত্র মিলবে। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের ওই নির্দেশিকা ঘিরে বিতর্ক শুরু হয়েছে। যদিও, বিষয়টি এড়িয়ে গিয়েছেন ওই দফতরের মন্ত্রী জেমস কুজুর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: James kujur, New notification, New Notification for hostel, Sc St Hostel