মহমেডানে নতুন দায়িত্বে দীপেন্দু

সাদা-কালো ব্রিগেডের জন্য ভবিষ্যৎ-এর ফুটবলার বাছবেন বর্ষীয়ান স্ট্রাইকার।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: মহমেডানে নতুন দায়িত্বে দীপেন্দু বিশ্বাস। সাদা-কালো ব্রিগেডের জন্য ভবিষ্যৎ-এর ফুটবলার বাছবেন এই বর্ষীয়ান স্ট্রাইকার। তবে সিএফএল জয়ের স্বপ্ন দেখছেন না ইকবাল আহমেদ। দ্বিতীয় ডিভিশন আই লিগের আগে স্পনসর সমস্যা মেটানোর উদ্যোগ কর্তাদের।

    তিনি বিধায়ক ফুটবলার। ব্যস্ততা সত্ত্বেও ফুটবল মাঠকে এখনও বিদায় জানাননি। তিনি মহমেডানের বর্ষীয়ান স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাস। শারীরিক ভাবে এখনও ফিট না হলেও, সিএফএলেই ২৫০ গোলের রেকর্ড ছুঁতে মরিয়া দীপু। সোমবার সাদা-কালোয় সই করবেন তিনি। তার আগে এবার আবার নতুন দায়িত্বে দীপেন্দু। মহমেডানের ফুটবলার বাছাই কমিটির চেয়ারম্যান হলেন তিনি। কলকাতা লিগে খেলার পাশাপাশি দলের জন্য এবার থেকে ফুটবলার বাছবেন দীপেন্দু। আই লিগ দ্বিতীয় ডিভিশনের জন্য দীপেন্দু নির্বাচিত ফুটবলারদেরই সই করাবেন মহমেডান কর্তারা।

    দীপেন্দু বিশ্বাসকে নতুন দায়িত্ব দেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার দলের ফুটবলারদের হাতে জার্সি তুলে দিলেন কর্তারা। তবে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কোনও আশা দেখছেন না ইকবাল আহমেদ। বড় ক্লাবের তকমা থাকলেও লিগ জয়ের দৌড়ে নিজেদের অনেকটাই পিছিয়ে রাখলেন সাদা-কালো সচিব। তবে আই লিগের আগে স্পনসর সমস্যা মেটাতে মরিয়া মহমেডান শিবির।

    First published:

    Tags: CFL, Dipendu Biswas, Kolkata Football, Mohammedan Sporting Club, দীপেন্দু বিশ্বাস, মহমেডান