#কলকাতাঃ তৃণমূলের কৌশলে রাজ্যের নাম পরিবর্তন নিয়ে সুর বদল বাম-কংগ্রেসের। এবার নাম বদলের পদ্ধতি নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রশ্ন তুলল বাম-কংগ্রেস। বিষয়টি সর্বদলীয় প্রস্তাব হিসেবেই দিল্লিতে পাঠাতে চাইছে শাসকদল। সেই লক্ষ্যে ২৯ অগাস্ট ডেঙ্গি ও জিএসটি নিয়ে আলোচনার প্রস্তাবও মেনে নিয়েছে কৌশলী তৃণমূল। তাতেই বড় জয় দেখছে মান্নান শিবির।
বিরোধীদের বাধায় রাজ্যের নাম পরিবর্তন নিয়ে বিশেষ অধিবেশন ভেস্তে যেতে পারে। এই আঁচ করেই পালটা চাল দিল তৃণমূল। ২৯ অগাস্টের অধিবেশনে বাম ও কংগ্রেসের ডেঙ্গি ও জিএসটি নিয়ে আলোচনার দাবি মেনে নিল শাসকদল। ওইদিন,প্রথম ২ ঘণ্টা রাজ্যের নাম পরিবর্তন নিয়ে আলোচনা হবে। এরপর, ৩০ মিনিট আলোচনা হবে জিএসটি নিয়ে। এরপর, ২ ঘণ্টা রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা ও সব শেষে ২ ঘণ্টা ডেঙ্গি নিয়ে আলোচনা হবে।
ডেঙ্গি নিয়ে আলোচনার জন্য ২ ঘণ্টা সময় পেতেই উল্লসিত মান্নান শিবির। বিষয়টি রাজনৈতিক জয় হিসেবেই দেখছেন তাঁরা। সুর নরম করে রাজ্যের নাম পরিবর্তনে সরকারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বাম ও কংগ্রেস।
বাম-কংগ্রেস দুই দলই একসময় রাজ্যের নাম পরিবর্তনে ইতিবাচক ভূমিকা নিয়েছিল। তা সত্ত্বেও, রাজনৈতিক বিরোধিতা থেকেই এই প্রস্তাবে বাধা আসতে পারে। ফলে, শুধু কৌশলে নয় মুখেও সমর্থনের আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ।
বাম-কংগ্রেস সুর নরম করলেও বিজেপি এখনও এককাট্টা।ডেঙ্গি নিয়ে আলোচনায় কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abdul Mannan, AITMC, All Party Meet, BJP, West Bengal Assemblly Election