#কলকাতা: বিকেলে ইডেনে মহারণ। কর্মী, সমর্থকদের চোখ থাকবে টেলিভিশনে। তাই সকাল সকালই প্রচার সারলেন প্রার্থীরা। চৌরঙ্গিতে প্রচারে নামেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। প্রচার সারলেন টালিগঞ্জের বামপ্রার্থী মধুজা সেন রায়ও।
শনিবার সাতসকালে ৪৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার সারলেন নয়না বন্দ্যোপাধ্যায় । সঙ্গে ছিলেন ওয়ার্ডের কাউন্সিলরও। গত সাড়ে চার বছরের উন্নয়নই তাঁর হাতিয়ার। বিরোধীদের জোটকে আদৌ গুরুত্ব দিতে নারাজ নয়না। অন্যদিকে, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অলিগলিতে প্রচারে বামপ্রার্থী মধুজা সেন রায়। বাঁশদ্রোণীর জনতা কলোনিতে প্রচার সারেন তিনি । এসএফআই-র রাজ্য সভাপতি এবার বিধানসভা নির্বাচনে নতুন মুখ। এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস। এলাকার নানা সমস্যা ও ভোটারদের চাহিদা তাঁর প্রচারের হাতিয়ার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Left front Candidate, Nayana Bandopadhyay, TMC candidate, West Bengal Assembly Election 2016