পাহাড়ের রাজনৈতিক দলগুলিকে চিঠি পাঠাল রাজ্য সরকার

CM Mamata Banerjee

CM Mamata Banerjee

পাহাড়ের রাজনৈতিক দলগুলিকে চিঠি পাঠাল রাজ্য সরকার

  • Last Updated :
  • Share this:

     #কলকাতা: পাহাড়ের রাজনৈতিক দলগুলিকে ২৯ অগাস্টের বৈঠকে যোগ দিতে সরকারিভাবে আমন্ত্রণ পাঠাল রাজ্য সরকার ৷ পাহাড় সমস্যা সমাধানে ২৯ অগাস্ট নবান্নে বৈঠকে যোগ দেওয়ার জন্য সব দলকে আর্জি জানিয়েছে রাজ্য ৷

    পাহাড়ে বনধের ৬৭ তম দিনে জট কাটার ইঙ্গিত মেলে ৷ সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠিতে ইচ্ছা প্রকাশ করে GNLF ৷ রাজ্য GNLF-এর পাঠানো সেই চিঠি গ্রহণ করে শর্তহীন বৈঠকের ডাক দেয় সরকার ৷ জিএনএলএফ-এর আবেদনে সাড়া দিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৯ অগাস্ট পাহাড় নিয়ে আলোচনায় বসার কথা ঘোষণা করেন ৷

    মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের চিঠি দিয়েছে জিএনএলএফ ৷ দার্জিলিঙে অচলাবস্থা কাটাতে অনুরোধ করে পাহাড় পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য উচ্চপর্যায়ের বৈঠকের আবেদন জানিয়ে চিঠি ৷ জিএনএলএফ-এর এই উদ্যোগকে স্বাগত ৷’

    প্রথমে নিমরাজি হলেও, চাপের মুখে নতি স্বীকার করে মোর্চা শুক্রবার জানিয়েছে, পাহাড়ে শান্তি ফেরানোর লক্ষ্যে তারা ২৯ তারিখ শর্তহীন আলোচনায় বসতে রাজি ৷

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আলোচনার টেবিলে বসতে রাজি পাহাড়ের একাধিক রাজনৈতিক দল। এক সময়ের অনড় অবস্থান থেকে সরে এসে অবশেষে আলোচনার পক্ষেই মত দিলেন মোর্চা নেতারা ৷

    নিজের এই বক্তব্যেই যে তিনি অনড় তা বারবার বোঝানোর চেষ্টা করেছেন বিমল গুরুঙ। যদিও পাহাড় বনধের ৭০ দিন পরে তাঁর রাজনৈতিক অস্তিত্ব যে চ্যালেঞ্জের মুখে সেটাওবুঝেছেন। এই অবস্থায় পাহাড় প্রমাণ চাপ থেকে মুক্তি পেতে সম্মানজনক রাস্তা খুজে বার করতে রাজ্যের ডাকা আলোচনায় নবান্ন আসতে রাজি মোর্চা।

    বনধের জেরে পাহাড়ে তৈরি হয়েছে তীব্র খাদ্য সংকট। সংঘর্ষে জড়িয়ে পাহাড়ের সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে। পাহাড়ের অর্থনৈতিক কাঠামো চা ও পর্যটন শিল্প সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আর গত কয়েকদিন ধরেই পাহাড়ের একাধিক জায়গায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটছে। প্রতি ক্ষেত্রেই অভিযোগ উঠছে সেই বিমল গুরুঙের বিরুদ্ধে। তাই তার বিরুদ্ধে দায়ের হওয়া ইউ এ পি এ- মামলা থেকে অব্যাহতি দিতে হবে এই দাবি রেখেই তিনি প্রতিনিধি পাঠাচ্ছেন নবান্নে। সূত্রের খবর, গুরুং ঘনিষ্ঠ বিনয় তামাং হাজির থাকবেন নবান্নের বৈঠকে।

    First published:

    Tags: CM Mamata Banerjee, GJM, Hill All Party Meet, Letter, Nabanna