#কলকাতা: শুক্রবার শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দ্বিতীয় ইনিংস ৷ এদিন রেড রোডে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জণগনের নেত্রী, তৃণমূল সুপ্রিমো ৷ এরপরই নবান্নে মুখ্যমন্ত্রীর প্রত্যাবর্তনের পালা ৷
প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংসের শুরুতে অভ্যর্থনা জানাতে তৈরি নবান্ন ৷ শপথের পর সেখানে শঙ্খধ্বনি, ঢাক, পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে ৷ এদিন শপথের পর নিজের মন্ত্রীদের নিয়ে নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
২০১১-এ শপথ গ্রহণের পর রাজভবন থেকে হেঁটে রাইটার্সে গিয়েছিলেন মমতা ৷ দ্বিতীয় ইনিংসে শপথ গ্রহণের পর সরাসরি নবান্নে পৌঁছানোর কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেখানে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেবে কলকাতা পুলিশ ৷
এদিন বিকেল ৪.৩০টেয় নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ সম্ভবত আজই মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন করা হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, CM Mamata Banerjee, ETV News Bangla, Nabanna, Oath Ceremony, Welcome, West Bengal Assembly Election 2016, মমতার শপথ