#কলকাতা: গোয়েন্দারা যতটা ভেবেছিলেন, তার থেকে অনেক বড়মাপের জঙ্গি মুসা ওরফে মুসাউদ্দিন। গুলশন হামলায় নিহত জেএমবি জঙ্গি নিবরাস ইসলামের মোবাইল থেকে উদ্ধার হয়েছে মুসার এসএমএস।
শুধু নিবরাস নয়, জেএমবি-র আরও কয়েকজন জঙ্গির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। সেই কারণেই আইএস জঙ্গি মুসাকে জেরা করতে এরাজ্যে এসেছেন বাংলাদেশের গোয়েন্দারা।
একজন ইসলামিক স্টেট জঙ্গি। এরাজ্যে হামলার চক্রান্তের অভিযোগে এনআইএ-র হাতে গ্রেফতার। আরেকজন জামাত-উল-মুজাহিদ্দিন বাংলাদেশের সদস্য, ঢাকার গুলশনে হামলার সময় সেনাবাহিনীর গুলিতে নিহত জঙ্গি।
মহম্মদ মোসিউদ্দিন ওরফে মুসা এবং নিবরাস ইসলাম। দু'পার বাংলার দুই জঙ্গির লিঙ্ক নিয়েই এখন চিন্তিত ভারত-বাংলাদেশের গোয়েন্দারা। এই মুসা-নিবরাসের যোগাযোগের তথ্য প্রমাণই স্পষ্ট করছে যে মুসা বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি-র সঙ্গেও যুক্ত ছিল।
র্যাব সূত্রে যে তথ্যগুলি পাওয়া গিয়েছে তাতে এদেশের গোয়েন্দাদের অনুমানকেই সত্যি প্রমান করছে ৷ বাংলাদেশের গোয়েন্দারা জানিয়েছেন, নিবরাসের মোবাইলে মিলেছে মুসার এসএমএস ৷
নিবরাসের পাশাপাশি জেএমবি-র আরও কয়েকজন জঙ্গির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল ৷ জেএমবির ৪ সদস্যের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখত মুসা ৷ নিয়মিতই হতো কথোপকথন ৷ গতবছর ডিসেম্বরেই কলকাতায় এসেছিল নিবরাস ৷ কিন্তু সেইসময় দেখা না হলেও, নিবরাসের সঙ্গে ফোনে কথা হত মুসার ৷ গুলশন হামলার আগে নিবরাসকে মুসা হোয়াটসঅ্যাপে ALL THE BEST লিখে পাঠায় ৷
কী কারণে নিবরাসকে এই শুভেচ্ছা বার্তা? তাহলে কি গুলশন হামলা সম্পর্কে জানত মুসা? উত্তরের খোঁজে মুসাকে জেরার করবে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের আধিকারিকরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Bengali News, Dhaka Gulshan Attack, Dhaka Terror Attack, ETV News Bangla, ISIS, ISIS Suspect, JMB, Linkaman Mussa, Linkman Mussa, NIA, Nibras Ishlam, RAB, West bengal