ঢাকা গুলশন হামলার সঙ্গে যুক্ত এরাজ্যে ধৃত আইএস জঙ্গি মুসা!

গোয়েন্দারা যতটা ভেবেছিলেন, তার থেকে অনেক বড়মাপের জঙ্গি মুসা ওরফে মুসাউদ্দিন। গুলশন হামলায় নিহত জেএমবি জঙ্গি নিবরাস ইসলামের মোবাইল থেকে উদ্ধার হয়েছে মুসার এসএমএস।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: গোয়েন্দারা যতটা ভেবেছিলেন, তার থেকে অনেক বড়মাপের জঙ্গি মুসা ওরফে মুসাউদ্দিন। গুলশন হামলায় নিহত জেএমবি জঙ্গি নিবরাস ইসলামের মোবাইল থেকে উদ্ধার হয়েছে মুসার এসএমএস।

    শুধু নিবরাস নয়, জেএমবি-র আরও কয়েকজন জঙ্গির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। সেই কারণেই আইএস জঙ্গি মুসাকে জেরা করতে এরাজ্যে এসেছেন বাংলাদেশের গোয়েন্দারা।

    একজন ইসলামিক স্টেট জঙ্গি। এরাজ্যে হামলার চক্রান্তের অভিযোগে এনআইএ-র হাতে গ্রেফতার। আরেকজন জামাত-উল-মুজাহিদ্দিন বাংলাদেশের সদস্য, ঢাকার গুলশনে হামলার সময় সেনাবাহিনীর গুলিতে নিহত জঙ্গি।

    মহম্মদ মোসিউদ্দিন ওরফে মুসা এবং নিবরাস ইসলাম। দু'পার বাংলার দুই জঙ্গির লিঙ্ক নিয়েই এখন চিন্তিত ভারত-বাংলাদেশের গোয়েন্দারা। এই মুসা-নিবরাসের যোগাযোগের তথ্য প্রমাণই স্পষ্ট করছে যে মুসা বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি-র সঙ্গেও যুক্ত ছিল।

    রোহন ইমতিয়াজ ওরফে নিবরাস রোহন ইমতিয়াজ ওরফে নিবরাস

    র‍্যাব সূত্রে যে তথ্যগুলি পাওয়া গিয়েছে তাতে এদেশের গোয়েন্দাদের অনুমানকেই সত্যি প্রমান করছে ৷ বাংলাদেশের গোয়েন্দারা জানিয়েছেন, নিবরাসের মোবাইলে মিলেছে মুসার এসএমএস ৷

    ঢাকায় হামলাকারী জঙ্গিরা ৷ এদের সঙ্গেই যোগাযোগ ছিল মুসার ৷ ঢাকায় হামলাকারী জঙ্গিরা ৷ এদের সঙ্গেই যোগাযোগ ছিল মুসার ৷

    নিবরাসের পাশাপাশি জেএমবি-র আরও কয়েকজন জঙ্গির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল ৷ জেএমবির ৪ সদস্যের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখত মুসা ৷ নিয়মিতই হতো কথোপকথন ৷ গতবছর ডিসেম্বরেই কলকাতায় এসেছিল নিবরাস ৷ কিন্তু  সেইসময় দেখা না হলেও, নিবরাসের সঙ্গে ফোনে কথা হত মুসার ৷ গুলশন হামলার আগে নিবরাসকে মুসা হোয়াটসঅ্যাপে ALL THE BEST লিখে পাঠায় ৷

    কী কারণে নিবরাসকে এই শুভেচ্ছা বার্তা? তাহলে কি গুলশন হামলা সম্পর্কে জানত মুসা? উত্তরের খোঁজে মুসাকে জেরার করবে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের আধিকারিকরা ৷

    First published:

    Tags: Bangladesh, Bengali News, Dhaka Gulshan Attack, Dhaka Terror Attack, ETV News Bangla, ISIS, ISIS Suspect, JMB, Linkaman Mussa, Linkman Mussa, NIA, Nibras Ishlam, RAB, West bengal