Home /News /kolkata /
ঝমঝমে বৃষ্টিতেই ‘গ্লিটারিং’ সন্ধ্যার উপহার কলকাতা গ্লিটজের

ঝমঝমে বৃষ্টিতেই ‘গ্লিটারিং’ সন্ধ্যার উপহার কলকাতা গ্লিটজের

নিজেদের প্রথম জন্মদিনেই বড়সড় চমক দিতে সফল ‘কলকাতা গ্লিটজ ’ ৷ দক্ষিণ কলকাতার একটি সম্ভ্রান্ত ক্লাবে সম্প্রতি দারুণ একটি গ্ল্যামারাস সন্ধ্যার উপহার দিলেন তারা ৷ ঝমঝমে বৃষ্টিতে খানিকটা দুশ্চিন্তা নিয়েই শুরু হয়েছিল ‘মিস্টার অ্যান্ড মিস গ্লিটজ’ গ্ল্যামহান্ট ৷

আরও পড়ুন...
 • CNN-IBN
 • Last Updated :
 • Share this:

  # কলকাতা:  নিজেদের প্রথম জন্মদিনেই বড়সড় চমক দিতে সফল ‘কলকাতা গ্লিটজ ’ ৷ দক্ষিণ কলকাতার একটি সম্ভ্রান্ত ক্লাবে সম্প্রতি দারুণ একটি গ্ল্যামারাস সন্ধ্যার উপহার দিলেন তারা ৷ ঝমঝমে বৃষ্টিতে খানিকটা দুশ্চিন্তা নিয়েই শুরু হয়েছিল ‘মিস্টার অ্যান্ড মিস গ্লিটজ’ গ্ল্যামহান্ট ৷ অনুষ্ঠান শুরু হতেও খানিকটা দেরি হয়েছিল ৷ কিন্তু ফ্যাশন ডিজাইনার অভিষেক নাইয়া এবং অলিভ সাহার দুর্দান্ত কালেকশনে প্রতিযোগিদের দেখেই সমস্ত বিরক্তিভাব নিমেষে দূর হয়ে যায় দর্শকদের ৷ অবাক নজরে সবাই তখন র‍্যাম্প শো দেখছিলেন ৷ হয়তো ভাবছিলেন কোন যাদুমন্ত্রে বদলে গিয়েছে কলেজ পড়ুয়া এই ছেলেমেয়েগুলি !

  সুন্দর এই স্বর্নালি সন্ধ্যার এই বিপুল আয়োজন অবশ্য সংগঠকদের জন্য মোটেই সহজ ছিল না ৷ মিস্টার অ্যান্ড মিস গ্লিটজের চূড়ান্ত ১৭ জন প্রতিযোগী বাছাই করার পর্বটা চলেছিল প্রায় দু’সপ্তাহেরও বেশি সময় ধরে ৷ ফটোগ্রাফার শিলাদিত্য দত্ত, ডিজাইনার অভিষেক রায় এবং মডেল দিতি সাহা সেই গুরুদায়িত্বটা অবশ্য ভালোভাবেই সামলেছিলেন ৷ তবে শুধু বাছাই করলেই তো হল না ৷ নতুন উঠতি এই মডেলদের জন্য চাই ‘প্রপার গ্রুমিং’ ৷ নিজেদের প্রথম শো-তেই সেই আয়োজন করে উঠতে সফল কলকাতা গ্লিটজ ৷ সপ্তাহখানেক গ্রুমিং চলার পর অবশেষে গ্র্যান্ড ফিন্যালেতে প্রত্যেক প্রতিযোগী নিজেদের সেরাটা দিতে সফল ৷ তবে সবাইকে তো আর ‘উইনিং ক্রাউন’ দেওয়া সম্ভব নয় ৷ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় , মডেল স্নেহা ঘোষ, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায় এবং ‘ফেস’ সংস্থার কর্ণধার নীল রায়ের জন্য কাজটা তাই যথেষ্ট কঠিন ছিল ৷ শেষপর্যন্ত ১৭ জনের মধ্যেই তিনজন ছেলে এবং তিনজন মেয়েকে চূড়ান্ত বাছাই করেন বিচারকরা ৷ মিস গ্লিটজের শিরোপা ছিনিয়ে নিলেন কালিম্পঙের মেয়ে লিডিয়া ওয়াল্টার্স ৷ অন্যদিকে ছেলেদের বিভাগে বাজিমাত করলেন সুদর্শন তৌসিফ আহমেদ ৷ মেয়েদের বিভাগে দ্বিতীয় ও তৃতীয় হলেন রোশনি ঘোষ এবং শালিনী রায় অন্যদিকে ছেলেদের মধ্যে ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ হয়েছেন যথাক্রমে কাশিফ খান এবং কুণাল মণ্ডল ৷

  প্রতিবেদন: সিদ্ধার্থ সরকার

  First published:

  Tags: Fface, Kolkata Glitz, Mr & Miss Glitz

  পরবর্তী খবর