#কলকাতা : ইচ্ছে হলেই আর পর্বতারোহণ সম্ভব নয় ৷ সম্প্রতি পর্বতারোহণে গিয়ে অভিযাত্রীদের একাধিক দুর্ঘটনার পর এখন নড়েচড়ে বসেছে রাজ্যসরকারও ৷ তাই এবার নির্দিষ্ট যোগ্যতামান ছাড়া আর পর্বতারোহণে যাওয়ার অনুমতি দেওয়া হবে না ৷ যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার নবান্নে জানিয়েছেন, ‘‘ যে সব পর্বতারোহী এভারেস্ট বা অন্য কোনও আট হাজারের বেশি উচ্চতার শৃঙ্গ জয় করতে যাবেন, তাঁদের নির্দিষ্ট যোগ্যতামান পেরোতে হবে। ওই যোগ্যতামান না পেরোতে পারলে সেই পর্বতারোহী নিজের ঝুঁকিতে অভিযানে যেতেই পারেন। তবে তাঁর কোনও দায়-দায়িত্ব সরকার নেবে না। ’’
যোগ্যতমান গুলো একবার দেখে নেওয়া যাক--
১. অভিযাত্রীদের বয়স ৫০-এর কম হতে হবে ৷
২. আট হাজারের বেশি উচ্চতার শৃঙ্গে অভিযানে যেতে হলে পর্বতারোহীদের তার আগের পাঁচ বছরে অন্তত ৪টি শৃঙ্গ জয় করার অভিজ্ঞতা থাকতে হবে।
৩. এসএসকেএম বা কলকাতা মেডিক্যাল কলেজ থেকে সংশ্লিষ্ট পর্বতারোহীকে ফিট সার্টিফিকেট নিতে হবে৷
৪. পর্বতারোহীর পারিবারিক এবং উদ্ধার অভিযান সংক্রান্ত বিমা থাকতে হবে।
৫. পর্বতারোহীদের যে সব সংস্থা সাহায্য করছে তাদের এবং অভিযান দলের বেস ক্যাম্পের ম্যানেজারের ফোন নম্বর জমা দিতে হবে যুবকল্যাণ দফতরের নির্দিষ্ট কমিটির কাছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Everest Expedition, Expedition, Mountaineer, Qualify, Rules, West Bengal State Government