#কলকাতা : বৃহস্পতিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে কলকাতা লিগে নামছে ইস্টবেঙ্গল। জাতীয় দলের শিবিরে থাকায় পাঁচ ফুটবলারকে পাবে না লাল-হলুদ। স্বভাবতই বেশ সতর্ক কোচ ট্রেভর মর্গ্যান।
জাতীয় দলের শিবিরে রয়েছেন পাঁচ ফুটবলার। তার ওপর বৃহস্পতিবার ম্যাচের পরই অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন কোচ মর্গ্যান। রীতিমতো ছন্নছাড়া অবস্থায় বারাসতে বৃহস্পতিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগে টানা ৬ ম্যাচ জিতে এখনও শীর্ষে রয়েছে লাল-হলুদ। তাই এমন পরিস্থিতিতে নিজেদের গুছিয়ে নিতে বদ্ধপরিকর সিনিয়র ফুটবলাররা। ম্যাচের আগেরদিন বারাসত স্টেডিয়ামে হাল্কা অনুশীলন করালেন মরগ্যান। বেশ সতর্ক ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ।
এদিকে লাইসেন্সিং পদ্ধতি নিয়ে কলকাতার দুই প্রধানের কর্তাদের সঙ্গে বৈঠক সারলেন আই লিগের সিইও সুনন্দ ধর। কলকাতায় এসে লাজং এফসির কর্তারাও আলোচনা সেরে নিলেন ফেডারেশন কর্তার সঙ্গে। আই লিগের আগেই ক্লাবগুলোর পরিকাঠামো খতিয়ে দেখবেন ফেডারেশন প্রতিনিধি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CFL, East Bengal, Kolkata Football League, Trevor James Morgan