কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷

  • Last Updated :
  • Share this:

    প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ সোমবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল

    anandabazar11

    চক্রান্ত-মামলা ঠুকে দিলেন শোভনের স্ত্রী

    নারদ-কাণ্ডের তদন্তভার আগেই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ বার নারদ স্টিং নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করলেন রাজ্যের এমন এক মন্ত্রীর স্ত্রী, যাঁর স্বামী নিজেই ওই ঘুষ-কাণ্ডে অন্যতম অভিযুক্ত! মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় যে অভিযোগ দায়ের করেছেন, তার ভিত্তিতে জালিয়াতি, ষড়যন্ত্র-সহ চারটি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এই মামলার তদন্ত করবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।পরাজিতের রোদনভরা চিঠিতে চাঞ্চল্য
    তাঁর ঘনিষ্ঠ জনেরা বলেন, রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ধ্বজা ওড়ার দিনে নিজের কেন্দ্রে পরাজয় তাঁকে কাঁদিয়েছিল। সে হারকে ঘিরে দলে অন্তর্বিরোধও বেধেছে। এ বার স্থানীয় পুরসভার তৃণমূল চেয়ারম্যানকে খোলা চিঠি পাঠালেন সারদা-কাণ্ডে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। যে চিঠিতে উপচে পড়ছে পরাজিত প্রার্থীর অভিমান, কামারহাটি অন্ধকার হয়ে গেল!জীবনটাই তো জেলখানা, মদন এখন দার্শনিকবিচারাধীন অবস্থায় দীর্ঘদিন জেলে থাকতে থাকতে এক ধরনের দার্শনিক উপলব্ধিতে পৌঁছে গিয়েছেন মদন মিত্র। ‘‘আসলে মানবজীবনটাই তো একটা জেলখানা। এক জায়গায় ছিলাম। আবার অন্য এক জায়গায় যাচ্ছি,’’ রবিবার এসএসকেএম হাসপাতাল থেকে আলিপুর জেলে ফিরে যাওয়ার মুখে বলেছেন তিনি।গোপনে ড্রাগনের দেশে দিল্লির দূতএ যেন কোনও টানটান স্পাই থ্রিলারের চিত্রনাট্য। পরমাণু সরবরাহকারী সংস্থায় (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির সম্ভাবনার সামনে চওড়া হচ্ছে চিনের প্রাচীর। ঠিক তখনই কাকপক্ষীকেও টের পেতে না দিয়ে চরম গোপন এক বেজিং সফর সেরে এলেন বিদেশসচিব এস জয়শঙ্কর। ভারত অথবা চিনের সংবাদমাধ্যম তো দূরের কথা, তাঁর এই সফরের (১৬-১৭ জুন) কথা হাতে গোনা কয়েক জন শীর্ষনেতা ছাড়া জানানো হয়নি কাউকেই। পাকিস্তান-সহ বিশ্বের অন্যান্য সংশ্লিষ্ট দেশের কানে পৌঁছনোর তো প্রশ্নই ওঠে না।

    bartaman_big11

    নারদকাণ্ডে মেয়রের স্ত্রীর এফআইআর, শুরু তদন্ত

    মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে নারদ মামলায় এফআইআর রুজু করল লালবাজার। তাতে ষড়যন্ত্র, মিথ্যা প্রচার, সামাজিক সম্মানহানিসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এফআইআরে নির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করা হয়নি। শুধু নারদ ডট কমের অফিসার এবং অন্যান্যদের কথা জানানো হয়েছে। অর্থাৎ সরাসরি না হলেও ঘুরিয়ে স্টিংকাণ্ডকে সামনে আনা নারদের ম্যাথু সামুয়েলের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। অন্যদিকে, মামলার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে পুলিশ, যার মাথায় রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। মেয়রের স্ত্রীর থানায় অভিযোগ জানানো, সঙ্গে সঙ্গে এফআইআর, সিট গঠন, অভিজ্ঞ অফিসারকে তদন্তের দায়িত্ব প্রভৃতি নানা পদক্ষেপ থেকে একটা জিনিস স্পষ্ট, খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকায় পুলিশ এই তদন্তে অত্যন্ত দ্রুততার সঙ্গেই এগচ্ছে। কারণ তিনি নেতাজি ইনডোরের সভায় বুঝিয়ে দিয়েছিলেন, গোপন ক্যামেরার অপারেশনের পিছনে কে বা কারা ছিল, তা খুঁজে বের করাটাই প্রশাসনের তদন্তের অভিমুখ।পরমাণু: চীনের সমর্থন পেতে বেজিং সফর বিদেশ সচিবেরপরমাণু সরবরাহকারী দেশের সদস্য পদ পেতে টপকাতে হবে চীনের প্রাচীর। সেই লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। দক্ষিণ কোরিয়ার সিওলে এনএসজি-এর গুরুত্বপূর্ণ বৈঠকের আগে চীনকে তুষ্ট করতে গোপনে বেজিং সফরও সেরে ফেলেছেন বিদেশসচিব এস জয়শংকর। সেই সফরের পর ৪৮ দেশের এই এলিট গ্রুপে নিজেদের জায়গা পাকা হতে পারে বলেই মনে করছে নয়াদিল্লি। কারণ এদিন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ দ্ব্যর্থহীন ভাষাতেই জানিয়ে দিয়েছেন, ওই গ্রুপে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা চীন মোটেও করেনি। আশা করছি চলতি বছরেই ভারত এনএসজি’র সদস্যপদ পেয়ে যাবে।রিজার্ভ ব্যাংক এতটাই বড় যে কে গভর্নর হলেন, সেটা কোনও বিষয়ই নয়: রাজনরিজার্ভ ব্যাংক এতবড় একটা প্রতিষ্ঠান যে, সেখানে কে গভর্নর হলেন বা না হলেন, তা কোনও বিষয়ই নয়। এমনটাই মনে করেন আরবিআইয়ের বিদায়ী গভর্নর রঘুরাম রাজন। দ্বিতীয় দফায় তিনি আরবিআই গভর্নর থাকবেন কি না, তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে উঠেছিল, তখন তিনি এই মন্তব্য করেছিলেন ‘ইকনমিস্ট’ ম্যাগাজিনে। ম্যাগাজিনটির সাম্প্রতিক সংস্করণে রাজনের এই মন্তব্য সামনে চলে এল। দ্বিতীয় দফায় তিনি যে আর আরবিআই গভর্নরের দায়িত্ব নিচ্ছেন না, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন রাজন।কেন্দ্রীয় কমিটিতে কং-জোট ইস্যুতে নাস্তানাবুদ সূর্যরাপলিটব্যুরোর মিটিংয়ের মতোই দলের কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় দিনের বৈঠকেও জোট নিয়ে একেবারে একঘরে হয়ে পড়ল সিপিএমের বেঙ্গল ব্রিগেড। কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরার মতো রাজ্যগুলি তো বটেই, এমনকী ভবিষ্যতে বাংলায় কংগ্রেসের সঙ্গে সখ্য বজায় রাখা হবে কি না, সেই প্রশ্নে আজ বেঙ্গল লবিরই দুই নেতাকে সেভাবে পাশে পাননি বিমান বসু-সূর্যকান্ত মিশ্ররা। ওই দুই নেতা এমনিতেই রাজ্য-রাজনীতিতে জোট-বিরোধী বলে পরিচিত। কার্যত কেন্দ্রীয় কমিটির জোট-বিরোধী সংখ্যাগরিষ্ঠ অংশের সঙ্গে হাত মিলিয়েই নিজেদের সংক্ষিপ্ত বক্তব্যে বাংলায় কংগ্রেস-সখ্যে নিজেদের বিরোধিতার সুর আরও চড়িয়েছেন তাঁরা।

    ei samay

    বালি তোলার হিড়িকে শূন্যগর্ভা হচ্ছে গঙ্গা

    নির্বিচারে বালি তুলে গঙ্গার বুক খালি করে ওরা কারা ? বালি দক্ষিণেশ্বর থেকে কল্যাণী পর্যন্ত নদীতে যে বিপুল মেশিন বসিয়ে বালি তোলা হচ্ছে, আইনি সংস্থান কতটা ? আইনের ফাঁক কি বালি ডাকাতি চলছে ?‘জিম্বাবোয়ের হোটেলে ধর্ষণের কোনও ভারতীয় ক্রিকেটার জড়িত নন’জিম্বাবোয়ে সফরে গিয়ে বিশ্রী এক বিতর্কে জড়াল টিম ইন্ডিয়া ৷ ধোনিরা হারারে-র যে হোটেলে উঠেছেন, সেখানে এক মহিলাকে ধর্ষণের অভইযোগে গ্রেপ্তার করা হয়েছে এই সিরিজের এক স্পনসর কর্মীকে ৷কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, চলছে গুলির লড়াইজম্মু ও কাশ্মীরে ফের গুলির লড়াই ৷ রবিবার রাজ্যের পুলওয়ামা জেলার এর গ্রামে আধাসামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে ৷ ঘটনায় এখনও হতাহতের কোনও সংবাদ পাওয়া যায়নি ৷বোমা তৈরিতে অর্থ জুগিয়ে ‘লজ্জা’র তালিকায় এসবিআইভারতের বৃহত্তম ব্যাঙ্ক ‘লজ্জা’র তালিকায় ৷ ‘ফেম’ নয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এখন ‘হল অফ শেম’-এ ৷ বিপুল পরিমাণ অর্থ অস্ত্র তৈরিতে বিনিযোগ করেই বিশ্বের লজ্জার তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের তকমা জুটেছে SBI-এর ৷
    First published:

    Tags: Bengali News, ETV News Bangla Live, Monday Morning Headlines, Morning Daily, Morning Digest, Morning Headlines, আজকের খবরের কাগজ