কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷

  • Last Updated :
  • Share this:

    প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ সোমবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

    anandabazar11

    শাসকের সামনে মার, সোজা আইসিইউ

    ছিল সামান্য একটা দুর্ঘটনা। কেউ সে ভাবে জখমও হননি। কিন্তু রবিবার দুপুরে সেই ‘তিল’ই শেষ পর্যন্ত ‘তাল’ হয়ে দাঁড়াল হাবরায়। এক তৃণমূল কাউন্সিলরের ‘দাদাগিরি’র জেরে এক দম্পতি এবং তাঁদের এক আত্মীয়া মার খেলেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই আত্মীয়াকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে। কাউন্সিলরের অনুগামীরা ঘুষি মেরে তাঁর নাক ফাটিয়ে দেয় বলে অভিযোগ।ছররায় জখম কাশ্মীরের চোখ, আলো ফেরানোর চেষ্টায় ওঁরা
    মাত্র তিন দিনে মোট ৪৬টি অস্ত্রোপচার! কাশ্মীরে ছররায় জখম রোগীদের সুস্থ করে তুলতে এই অসম্ভবকে সম্ভব করেছেন মুম্বইয়ের চক্ষু বিশেষজ্ঞ সুদর্শন নটরাজন এবং তাঁর সঙ্গে থাকা চার জন চিকিৎসক। জুলাই মাসের গোড়ায় সেনার হাতে হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই ফের অশান্ত উপত্যকা। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৪৯ জন। জখম হাজার হাজার। কিন্তু পাথর ছুড়ে যাঁরা বিক্ষোভে নেমেছেন, তাঁদের নিয়ন্ত্রণ করতে ছররা গুলির ব্যবহার নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে এখানে। ছররার আঘাতে চোখ নষ্ট হয়েছে অনেকের। কারও চামড়া ফুটো হয়ে বিকৃত হয়ে গিয়েছে মুখ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে সব ছবি। বিতর্কের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ সপ্তাহের গোড়ায় বিশেষজ্ঞ কমিটি তৈরি করে ছররা গুলির বিকল্প ভাবা হচ্ছে বলে জানিয়েছে।জলে ভাসছে কাজিরাঙার গন্ডার, হরিণবন্যা, জীবন সংগ্রাম, মৃত্যু। জল নামলে নতুন ঘাসে ঢাকা জঙ্গলে ফের ঘর বাঁধা, বংশবৃদ্ধি। প্রতি বছর কাজিরাঙার জীবনচক্রের ছবিটা এমনই। তা বদলায়নি এ বছরও। জলে ডুবে থাকা জঙ্গলে অসহায় প্রাণীদের খোঁজে নৌকায় টহল দিচ্ছেন বন্যপ্রাণী সংক্রান্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডব্লিউটিআই’-এর সদস্য ও চিকিৎসক, বনকর্মীরা। তাঁরা জানিয়েছেন, বছরের অন্য সময় মানুষ দেখলেই দূরে পালায় গন্ডারের দল। সঙ্গে শাবক থাকা স্ত্রী গন্ডার বনরক্ষীদের দেখলে তেড়ে যায়। বন্যায় ছবিটা অন্যরকম। কোহরার এক বনরক্ষী জানান, গত শুক্রবার জঙ্গলে একটি শাবককে ঠেলতে ঠেলতে তাঁদের নৌকার পাশে নিয়ে যায় একটি মা গন্ডার। রক্ষীরা শাবকটিকে নৌকায় তুলে নেন। মা সাঁতরাতে থাকে পায়ের তলায় শক্ত জমির খোঁজে। ওই বনকর্মীর মন্তব্য, ‘‘জানি না শাবকটি তার মাকে আর কখনও দেখতে পাবে কি না।’’ তিনি জানান, বন্যাকবলিত জঙ্গলে পানকৌড়ির মতো গলা উঁচিয়ে সাঁতরে শুকনো জমি খুঁজছে হগ ডিয়ার, বার্কিং ডিয়ারের দল।পাঁচ বাড়ির প্যাঁচে মেট্রোপথ, ‘মাসুল’ একশো কোটিপাঁচটি বাড়ির বিনিময়ে একশো কোটি। এক কথায় বলতে গেলে, অঙ্কের সহজ উত্তর এটাই। একটি ফ্ল্যাটবাড়ি, একটি স্কুল, দু’টি অতিথি নিবাস (গেস্ট হাউস) এবং একটি নির্মীয়মাণ গেস্ট হাউস। সব মিলিয়ে মেরেকেটে ৫০০ মিটার পথ। সেখানেই ওই পাঁচটি নির্মাণ অক্ষত রাখতে চান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাই নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো রেলের গতিপথ ঘুরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আর তাতেই খরচ হতে পারে ওই বিপুল পরিমাণ টাকা।

    bartaman_big11

    সানি পার্ক: ক্যামেরার আড়ালে ২২ সেকেন্ডের রহস্য কাটছে না

    বালিগঞ্জের সানি পার্কের আবাসনে বার্থ ডে পার্টিতে কিশোর আবেশ দাশগুপ্তের মৃত্যুরহস্য ক্রমেই ঘোরালো হচ্ছে। পুলিশের দাবিমতো আবেশ যদি পড়ে গিয়েই থাকে, তাহলে তারপর কী ঘটল, সেই উত্তর এখনও মেলাতে পারছেন না গোয়েন্দারা। কারণ সিসিটিভি’র ক্যামেরার কভারেজের বাইরে ২২ সেকেন্ডে ওই জায়গায় কী ঘটেছিল, সেই মিসিং ফুটেজই তাঁদের তদন্তে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। আর যে কারণে রহস্যের জট কাটা তো দূর, উলটে তাঁরাই পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না, আবেশ সেখানে কতক্ষণ পড়ে রইল বা তাকে উদ্ধারে কে বা কারা এগিয়ে এল। সেই কারণেই কিশোর-কিশোরীদের বারবার জিজ্ঞাসাবাদ করার পরও সংশয় কাটছে না। বারবার জিজ্ঞাসাবাদে যদি কোনও বেফাঁস মন্তব্য করে ফেলে তারা, তার উপরই অনেকটা নির্ভর করতে হচ্ছে তাঁদের।প্রতিবাদী তরুণীকে বেধড়ক মার তৃণমূল কাউন্সিলারেরবেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় হাবড়ায় রাস্তার উপর এক তরুণীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলার ও তাঁর দলবলদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় শাশ্বতী ঘোষ নামে ওই তরুণীকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালের আইসিসিইউতে ভরতি করা হয়েছে।দুর্গাপুরে পলিটেকনিক ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য দুর্গাপুরে পলিটেকনিকের এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। পরিবারের লোকজনদের সন্দেহ, অত্যাচারের জেরে তাঁর মৃত্যু হতে পারে। কারণ দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, বাসের ছাদ থেকে পড়ে গিয়ে ছাত্রটির মৃত্যু হয়েছে। মৃত ওই ছাত্রের নাম সন্দীপ মুখোপাধ্যায়(১৯)।প্রবল বৃষ্টির জের, থানেতে বাড়ি ভেঙে পড়ে ৪ শিশুসহ মৃত ৯রবিবার সকালে থানের একটি আবাসিক বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল ৯’জনের। মৃতদের মধ্যে চারজনই শিশু। মহিলা রয়েছেন তিনজন। জখম হয়েছেন কমপক্ষে দশজন। থানের একটি হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। প্রবল বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা বলে থানের প্রশাসন সূত্রে জানানো হয়েছে। বাড়িটির কিছুটা অংশ বিপজ্জনক ছিল বলেও জানা গিয়েছে। ঘটনার পর পুর কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মন্ত্রী একনাথ সিন্ধে। শহরের বিপজ্জনক বাড়িগুলি সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে পুরসভা।

    ei samay

    ঘুরে দাঁড়াতে বদলেই জোর সিপিএমের

    বিভিন্ন রাজ্যের নির্বাচনী ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে নিজেদের অস্তিত্বরক্ষার স্বার্থে ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিএম ৷ আর সেই ঘুরে দাঁড়ানোর জন্য সব থেকে জরুরি যে কাজ, সেই দলীয় সংগঠনকে পুনর্গঠন ও শক্তিশালী করার ক্ষেত্রে আর কোনও বিলম্ব নয়, সিদ্ধান্ত নিল সিপিএম ৷সুপারের কথায় বন্ধ্যাকরণে রাজি ১৪ সন্তানের মাবয়স মোট ৩৫ ৷ বিয়ে হয়েছে কুড়ি বছর আগে ৷ তার পর থেকে প্রায় প্রতি বছরই একটি করে সন্তানের জন্ম দিতে হয়েছে মোস্তারা বিবিকে ৷পেনশন নেবে বুড়ো কুনকিরা, বুনো হাতিদের ধরে প্রশিক্ষণঅবসরের বয়স পার হয়ে গিয়েছে ৷ কর্তৃপক্ষের হুঁশ নেই ৷ বৃদ্ধ বয়সেও কাজ করে চলেছে একদল সরকারি কর্মী ৷ পেনশন নিয়ে আয়েস করে বাকি জীবনটা কাটানোর উপায় নেই তাদের ৷সতর্ক হোন মা-বাবারা, বলছেন নেতা-মন্ত্রীরাওবাবা-মায়েরা তাঁদের ছেলেমেয়েদের প্রতি নজর রাখছেন কি না, নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে ক’দিন আগে এ প্র্ন তুলেছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷আবেশ দাশগুপ্তর মৃত্যুতে এ বার নাম না করে প্রায় একই প্রশ্ন তুললেন দলেরই দুই প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়  শোভনদেব চট্টোপাধ্যায়ও ৷
    First published:

    Tags: Bengali News, ETV News Bangla, Monday Morning Headlines, Morning Daily, Morning Digest, Morning News, আজকের খবরের কাগজ